আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নয়েজের নতুন স্মার্টওয়াচ কালারফিট প্রো ৫ । স্মার্টওয়াচের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। বাজারে নতুন নতুন স্মার্টওয়াচ আসছে প্রতিনিয়ত। জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ নিয়ে এলো নতুন স্মার্টওয়াচ। নয়েজের জনপ্রিয় স্মার্টওয়াচ সিরিজ কালারফিটের ৫ম স্মার্টওয়াচ এলো এবার।
আরও পড়ুনঃ ইমিল্যাব ব্র্যান্ডের ৩ মডেলের স্মার্টওয়াচ এলো
আয়তকার ডায়ালের এই স্মার্টওয়াচে রয়েছে স্কোয়্যার ডায়াল ডিজাইন, যেখানে ফাংশনাল ক্রাউন এবং পাওয়ার বাটন রয়েছে। নয়েজ কালারফিট প্রো ৫ স্মার্টওয়াচে রয়েছে ১.৮৫ ইঞ্চির বেশ বড় অ্যামোলেড স্ক্রিন, যা একাধিক ডিআইওয়াই ডায়নামিক ওয়াচ ফেস অফার করছে।
২৪X৭ হার্ট রেট মনিটরিং, SpO2 ট্র্যাকিং, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস ম্যানেজমেন্ট এবং ফিমেল সাইকেল ট্র্যাকারের মতো একাধিক পরিষেবা দিতে পারে। এই মুহূর্তের অন্যান্য নয়েজ স্মার্টওয়াচগুলোতেও এই একই নয়েজ হেলথ স্যুট রয়েছে। তার পাশাপাশিই আবার ১০০টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে ঘড়িটিতে, যা নয়েজফিট অ্যাপের সঙ্গে পেয়ার করা যেতে পারে।
সেই সঙ্গে দেওয়া হয়েছে নয়েজ ট্রু সিঙ্ক প্রযুক্তি, যা ব্লুটুথ কলিং সক্রিয় করে। অত্যন্ত দ্রুততার সঙ্গেই স্মার্টওয়াচটি ব্লুটুথ কানেক্ট করতে পারে এবং খুবই কম পরিমাণে ব্যাটারিও খরচ করে। এক চার্জে ঘড়িটি এক সপ্তাহ পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে।
লেদার থেকে শুরু করে সিলিকন, নাইলন-সহ একাধিক স্ট্র্যাপ অপশন রয়েছে এই স্মার্টওয়াচের। এলিট রোজ গোল্ড এবং এলিট ব্ল্যাক এই দুই রঙের মেটাল স্ট্র্যাপ অপশন রয়েছে স্মার্টওয়াচটির। লেদার স্ট্র্যাপের মধ্যে রয়েছে ক্লাসিক ব্লু এবং ক্লাসিক ব্রাউন। আবার সিলিকন স্ট্র্যাপের মধ্যে সানসেট অরেঞ্জ, অলিভ গ্রিন, মিডনাইট ব্ল্যাক, স্টারলাইট গোল্ড, ভিন্টেজ প্রাউন এবং রেইনবো ওয়েভের মতো কালার অপশন রয়েছে।
ভারতীয় বাজারে ঘড়িটির দাম থাকছে মাত্র ৩ হাজার ৯৯৯ টাকা। যা বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ৩০০ টাকা। নয়েজের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যামাজন থেকে স্মার্টওয়াচটি কিনতে পারবেন।
সূত্র: গ্যাজেট ৩৬০
আরও পড়ুনঃ নাথিং প্রথমবারের মতো স্মার্টওয়াচ আনল