আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নবদম্পতির জন্য সেরা ৫ মধুচন্দ্রিমা গন্তব্য । নবদম্পতিরা মধুচন্দ্রিমায় একান্ত সময় কাটাতে চায়। বাংলাদেশে এমন কিছু গন্তব্য রয়েছে, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও নিরিবিলি পরিবেশে কাটানো যায় মধুর সময়। নিচে ৫টি জনপ্রিয় গন্তব্য বিস্তারিতভাবে উল্লেখ করা হলো:
১। কক্সবাজার
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার প্রেমিক যুগলদের জন্য আদর্শ স্থান। সূর্যাস্তের দৃশ্য, সমুদ্রের গর্জন এবং সৈকতের বালুকাবেলায় হাঁটার অভিজ্ঞতা মধুচন্দ্রিমাকে করে তোলে স্মরণীয়। ইনানী, হিমছড়ি, রামু বৌদ্ধ বিহারসহ বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে।
২। সাজেক ভ্যালি
রাঙামাটির সাজেক ভ্যালি পাহাড়, মেঘ ও সবুজের সমন্বয়ে এক অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করেছে। পাহাড়ের চূড়ায় অবস্থিত রিসোর্টগুলো থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। ট্রেকিং ও স্থানীয় আদিবাসী সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও রয়েছে।
৩। শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গল চা বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান ও মাধবপুর লেকের জন্য বিখ্যাত। সবুজের মাঝে নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চাইলে এটি উপযুক্ত স্থান। চা গবেষণা ইনস্টিটিউট ও সাত রঙের চা এখানকার বিশেষ আকর্ষণ।
৪। কুয়াকাটা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে সূর্যোদয় ও সূর্যাস্ত একসাথে দেখা যায়, যা বাংলাদেশে একমাত্র এখানেই সম্ভব। সমুদ্রস্নান, বৌদ্ধ মন্দির পরিদর্শন ও রাখাইন সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
৫। সেন্টমার্টিন (বর্তমানে পর্যটন নিষিদ্ধ)
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা নীল জলরাশি ও নারকেল গাছে ঘেরা। তবে পরিবেশ সংরক্ষণের জন্য ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ রাখা হয়েছে। তাই বর্তমানে এই গন্তব্যে ভ্রমণ সম্ভব নয়।
উপরোক্ত গন্তব্যগুলো নবদম্পতির মধুচন্দ্রিমার জন্য উপযুক্ত। তবে ভ্রমণের আগে সংশ্লিষ্ট স্থানের বর্তমান পরিস্থিতি ও ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে জেনে নেওয়া উচিত।
আরও পড়ুনঃ
❒ খাগড়াছড়ির যে ৫ স্থান ঘুরতে ভুলবেন না
❒ বান্দরবানের সেরা ১০ দর্শনীয় স্থান
❒ কুয়াকাটা সৈকতের অজানা ১০ স্থানে রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
❒ চায়ের রাজ্যে চা জাদুঘর, শ্রীমঙ্গল
❒ সেন্ট মার্টিন ভ্রমণের প্রয়োজনীয় তথ্য
❒ পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম
দৃষ্টি আকর্ষণ: যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
[আইসিটি ওয়ার্ড নিউজ সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান।]
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক ✺ আইসিটি ওয়ার্ড নিউজ
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ গ্রীষ্মকালে বাংলাদেশে ভ্রমণে সেরা ৮টি স্থান