আইসিটি স্পোর্টস ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ । বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছেন। আপনার মতো বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ প্রতিদিন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। চ্যাট নিরাপত্তা, এইচডি কোয়ালিটি ছবি, ভিডিও আদান-প্রদান করা যায় খুব সহজে।
তবে এবার হোয়াটসঅ্যাপ ব্যবহাকারীদের জন্য দুঃসংবাদ জানালো। ১ জানুয়ারি ২০২৫ থেকে হোয়াটসঅ্যাপে এক দশকের পুরোনো অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে কাজ করা বন্ধ হয়ে যাবে ৷ অর্থাৎ ৯-১০ বছর আগের অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না ৷
পুরোনো অপারেটিং সিস্টেম যাদের আছে তারা এখনই ফোন পরিবর্তন করে ফেলুন ৷ কারণ পুরোনো ফোনে আর চলবেনা হোয়াটসঅ্যাপ ৷ অ্যাপ সিকিওর, এফিশিয়েন্ট, আধুনিক বা নতুন প্রযুক্তিযুক্ত ফোন ব্যবহার করতে হবে ৷ তাহলেই কেবল হোয়াটসঅ্যাপে পুরোনো অপারেটিং সিস্টেম কাজ করা হয়ে যাবে ৷
পুরোনো অপারেটিং সিস্টেমে হোয়াটসঅ্যাপ কাজ করবে না তার মুখ্য কারণ হলো পুরোনো সিস্টেমে ডাটা বা তথ্য সুরক্ষিত থাকবে না এই কারণেই নতুন অপারেটিং সিস্টেম ব্যবহার করা আবশ্যিক ৷
দেখে নিন ১ জানুয়ারি ২০২৫ থেকে যে যে ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ হয়ে যাবে-
আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপে কল করা ও বার্তা পাঠানো যাবে
যেসব অ্যানড্রয়েড ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
Samsung Galaxy S3, Motorola Moto G3, HTC One X, Sony Xperia Z, Samsung Galaxy Note 2, Samsung Galaxy S4 Mini, Motorola Moto G (First Generation).
Motorola Razr HD, Moto E 2014, HTC One X, HTC One X+, HTCDesire 500, HTC Desire 601, LP Optimum G, LG Nexus 4
LG G2 Mini, LG L90, Sony Xperia Z, Sony Xperia SP, Sony Xperia T, Sony Xperia V
আরও পড়ুনঃ
❒ আইফোনে যেসব ভার্সনের আর চলবে না হোয়াটসঅ্যাপ
❒ হোয়াটসঅ্যাপে ‘সিক্রেট কোড’ ফিচার ব্যবহার করবেন যেভাবে
❒ হোয়াটসঅ্যাপেও ফোন নম্বর সংরক্ষণ করা যাবে
❒ প্রিয় জন হোয়াটসঅ্যাপে কার সঙ্গে বেশি চ্যাট করেন জানার উপায়
যেসব আইফোনে চলবে না হোয়াটসঅ্যাপ
শুধুই অ্যানড্রয়েড ফোনই নয় ২০২৫ সালের শুরু থেকে বেশ মডেলের আইফোনেও চলবে না হোয়াটসঅ্যাপ। এই ফোনগুলো হলো-
WhatsApp ios, 15.1 iphone 5s, iphone 6, iphone 6 plus
এই হ্যান্ডসেটগুলো যারা ব্যবহার করছেন তাদের জন্য বার্তা তাড়াতাড়ি ফোন বদলে ফেলুন কেননা এবার ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করে দেবে ৷
❑ স্যোশাল মিডিয়া থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ফেসবুক প্রোফাইল ভেরিফাই করবেন যেভাবে