আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: নতুন আইফোনে চমক আসছে । আইফোন ১৫ সিরিজ বাজারে এসেছে কিছুদিন হলো। কিন্তু এরইমধ্যে গুঞ্জন শুরু হয়েছে আইফোনের ১৬ সিরিজ নিয়ে। এছাড়া অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন অর্থাৎ আইওএস ১৮-এর ক্ষেত্রেও সময় নিচ্ছে অ্যাপল। এবার জানা গেছে, আগামী বছরের আইফোন ১৬ সিরিজের ফোনগুলোতে থাকবে স্বতন্ত্র ‘জেনারেটিভ এআই’ ফিচার।
আরও পড়ুনঃ আইফোন ১৫ দেশের বাজারে, জেনে নিন দাম
ব্লুমবার্গের বরাত দিয়ে সম্প্রতি এ সংক্রান্ত তথ্য জানিয়েছে তথ্য-প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম। অ্যাপলের এআই ফিচারে কী কী সুবিধা পাওয়া যাবে, নতুন প্রতিবেদনে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্টদের ধারণা, গুগল এবং স্যামসাংয়ের মতো এতে টেক্সট-টু-ইমেজ জেনারেশন, নথি সংক্ষিপ্তকরণসহ বিভিন্ন ফিচার থাকবে।
এছাড়াও গুঞ্জন শোনা যাচ্ছে, সিরি-কে টেক্কা দিতে নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছে অ্যাপল। এলএলএম এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা, যা ডিপ লার্নিং টেকনিক ব্যবহার করে নতুন বিষয়বস্তু বুঝতে, সংক্ষিপ্ত করতে এবং ভবিষ্যদ্বাণী করতে পারে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, আইফোন ১৬ সিরিজের ফোনগুলোর হার্ডওয়্যারে তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে নতুন ডিভাইসগুলোতে এআই ফিচার যোগ করে বিক্রি বাড়ানোর চেষ্টা করবে অ্যাপল।
যদিও আইফোন ১৬ সিরিজের ফোনগুলো এ-১৮ চিপ দিয়ে আসবে বলে জানা গেছে।
আরও পড়ুনঃ ভিভো এক্স সিরিজের নতুন দুইটি ফোন আনল