আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ধ্বংসের মুখে সমুদ্রের প্রবাল প্রাচীর । রেকর্ড তাপমাত্রায় পৌঁছেছে সমুদ্রের পানি। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বায়ুমণ্ডলেরঙ্গে সসমানতালে বাড়ছে সমুদ্রের পানির তাপমাত্রাও। বিশেষজ্ঞরা বলছেন, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাল প্রাচীরসহ সামুদ্রিক পরিবেশের ভারসাম্য। বাড়বে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাও।
বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব এখন শুধু ভূপৃষ্ঠেই সীমাবদ্ধ নেই। প্রভাব ফেলতে শুরু করেছে সামুদ্রিক বাস্তুতন্ত্রেও। ইউরোপীয় ইউনিয়নের ‘কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস’ জানায়, চলতি সপ্তাহে সমুদ্রের পানির গড় তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৯৬ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে ২০১৬ সালে তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড ছিল ২০.৯৫ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমান স্বাভাবিকের তুলনায় কয়েক ডিগ্রি সেলসিয়াস বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফোরিক অ্যাডমিনিস্ট্রেশন’।
পরিবেশবিদরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভূপৃষ্ঠের পরিবেশের উষ্ণতার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানিরও দ্রুত উষ্ণায়ন ঘটছে। এতে, সমুদ্রের প্রবালপ্রাচীর ধ্বংস হয়ে যাওয়া, বিভিন্ন জীবের প্রজনন ব্যাহত হওয়ার পাশপাশি সামুদ্রিক বাস্তুতন্ত্রে পরিবর্তনের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া, উষ্ণ পানির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও বাড়বে বলে জানান তারা।
ইয়েল ক্লাইমেট কানেকশনস’র আবহাওয়াবিদ জেফ মাস্টার্স বলেন, ‘সদুদ্রের পানির উষ্ণতার কারণে প্রবালপ্রাচীর ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমানে এ তাপমাত্রা অকল্পনীয় পর্যায়ে আছে। এছাড়া আগামী কয়েকমাস এ উষ্ণায়ন অব্যাহত থাকবে।’
বায়ুমন্ডল থেকে তাপ ও বিষাক্ত গ্রীনহাউস গ্যাস শোষণে বিশেষ ভূমিকা পালন করে সমুদ্র। বিজ্ঞানীরা বলছেন, তাপমাত্রা বাড়ায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এতে পরিবেশে কার্বন দূষণ বাড়াসহ গতি পাবে বৈশ্বিক উষ্ণায়ন।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ চাঁদের উদ্দেশে যাত্রার জন্য প্রস্তুত রাশিয়ার, লুনা ২৫