আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ধরা পড়ল ৪ কোটি ডলার লুটপাটকারী সাইবার প্রতারক । এক অভিযানে আফ্রিকার ২৫টি দেশজুড়ে বিস্তৃত ২০ হাজারেরও বেশি সন্দেহজনক নেটওয়ার্ক শনাক্ত ও ১৪ জনকে আটক করা সম্ভব হয়েছে যাদের করা সাইবার অপরাধে আর্থিক ক্ষতির পরিমান প্রায় চার কোটি ডলার।
অনলাইন নিপীড়ন, প্রতারণা, ব্যবসায়িক ইমেইল ফাঁস (বিইসি) এবং অন্যান্য জালিয়াতি রোধে এই অভিযান শুরু হয় চার মাস আগে। ‘আফ্রিকা সাইবার সার্জ’ নামে এই অভিযানে যুক্ত ছিল ইন্টারপোল, আফ্রিকার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও বিভিন্ন বেসরকারি নিরাপত্তা কোম্পানি।
তবে, প্রতি বছর শত শত কোটি ডলার ক্ষতি সাধন করা বিইসি জালিয়াতির তুলানায় এই অগ্রগতি সামান্যই বলে লিখেছে দ্যা রেজিস্টার।
আফ্রিপোল, তথ্য নিরাপত্তা কোম্পানি গ্রুপ-আইবি এবং উপসালা সিকিউরিটিজ অভিযানটির অবকাঠামোগত সহায়তা দিয়েছে বলে জানিয়েছে ইন্টারপোল। এর মধ্যে সাড়ে আট লাখ ডলার মূল্যের একটি শিল্পকর্ম বিক্রির অনলাইন জালিয়াতির সঙ্গে জড়িত তিনজনকে ক্যামেরুন থেকে গ্রেপ্তারের ঘটনাও রয়েছে।
জাম্বিয়ার একজন ভুক্তভোগীকে প্রতারণার দায়ে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে নাইজেরিয়ার পুলিশ, মেসেজিং প্ল্যাটফর্মে প্রতারণায় পাওয়া অর্থ পাচারের ঘটনায় সন্দেহভাজনকে আটক করে মৌরিতানিয়ার পুলিশ, একটি ডার্কনেট সাইটকে বন্ধ করে ক্যামেরুনের কর্তৃপক্ষ এবং বিভিন্ন হোস্টিং কার্যক্রম থেকে ছয়শো ১৫টি ম্যালওয়্যার অপসারণ করে কেনিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুনঃ দেউলিয়া হবার আশঙ্কায় চ্যাটজিপিটির কোস্পানি
ইন্টারপোলের সঙ্গে আগেও একাধিক অভিযানে কাজ করেছে গ্রুপ-আইবি। কোম্পানিটি তাদের নজরদারি থেকে পাওয়া হাজারেরও বেশি সূত্র সংগ্রহ করে ইন্টারপোলের কাছে দিয়েছে, যেটি এই অভিযানে সহায়ক হয়েছে।
“সমন্বয় এবং তথ্য শেয়ারকেই সাইবার নিরাপত্তা অভিযানের মূল উপাদান বানাতে হবে, এবং যে কোনো রকম সাইবার অপরাধ ঠেকাতে কৌশলগত লড়াই হিসাবে, গ্রুপ-আইবি আগামীতে আরও অবদান রাখতে প্রস্তুত।” একটি বিবৃতিতে বলেছেন কোম্পানিটির সিইও দিমিত্রি ভলকভ।
গ্রুপ-আইবি, ট্রেন্ড মাইক্রো, ক্যাসপারস্কি এবং কয়েনবেইসের মতো বেসরকারি অংশীদারদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে চিহ্নিত দেশগুলোতে সাইবার ঝুঁকির ব্যাপারে প্রায় দেড়শো মতো বিশ্লেষণী প্রতিবেদন তৈরি করেছে ইন্টারপোল।
আফ্রিকায় সাইবার সার্জ অভিযানের প্রথম ধাপ ২০২২ সালের জুন থেকে নভেম্বরের মধ্যে পরিচালিত হয় যার মাধ্যমে ওই অঞ্চলের সাইবার অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক তদন্ত এবং অভিযান পরিচালিত হয়েছে।
বেশ কিছু সাইবার অপরাধী চক্র নিজেদের দেশের বাইরে থেকে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে, তা নির্মূল করতে আগের বছরের মতো এবারও পুরো আফ্রিকাজুড়ে একই ধরনের অভিযান চালায় এই আন্তর্জাতিক সংস্থাটি।
পুরো ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকাজুড়ে শতাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার কথা গত সপ্তাহের এক প্রতিবেদনে বলেছে ইন্টারপোল। ‘ব্ল্যাক অ্যাক্স’ নামের সাইবার ক্রাইম চক্রের আয়ত্ত্বে থাকা ২৪ লাখ ডলার মুল্যের সম্পদ বাজেয়াপ্তও করেছে সংস্থাটি।
বিইসি, প্রেমের ফাঁদ, ক্রেডিট কার্ড জালিয়াতি, অর্থ পাচারসহ অন্যান্য অবৈধ কাজে বিশেষ পারদর্শী পশ্চিম আফ্রিকাভিত্তিক এই সিন্ডিকেটকে “মাফিয়াদের মতো সহিংস” বলে বর্ণনা করেছে ইন্টারপোল।
অপেরা১ইআর সাইবার চক্রটি ১৫টির বেশি দেশের ৩০টির চেয়েও বেশি ব্যাংক থেকে লুটপাট চালায়। গত জুলাই মাসে চক্রটির সন্দেহভাজন একজন শীর্ষ হোতাকে আটকের কথা জানায় আইভরি কোস্টের পুলিশ।
আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এই চক্রটির হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ হতে পারে এক কোটি থেকে থেকে তিন কোটি মার্কিন ডলার, বলেছে অভিযান পরিচালনাকারী ইন্টারপোল।
আরও পড়ুনঃ শিশুর মানসিক স্বাস্থ্যের যত্ন