আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: দেশে তৈরি ইনফিনিক্সের ইনবুক ল্যাপটপ বাজারে । বাংলাদেশের কারখানায় তৈরি ইনবুক সিরিজের নতুন ল্যাপটপ নিয়ে এলো প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স। ইনবুক এক্স২ মডেল এখন পাওয়া যাচ্ছে। অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই কেনা যাবে এই ল্যাপটপটি। ইনবুক এক্স২ ল্যাপটপটির মূল্য ৬১,৯৯০ টাকা।
ল্যাপটপটিতে রয়েছে একাদশ প্রজন্মের ১০ ন্যানোমিটার ইন্টেল কোর আই৫ প্রসেসর। সঙ্গে আছে ৮ জিবি র্যাম, দ্রুতগতির ৫১২ জিবি এনভিএমই এসএসডি, এক্স২ চালিত হচ্ছে উইন্ডোজ ১১ এর হোম ভার্সন এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যুক্ত করা হয়েছে কার্যকর কুলিং সিস্টেম। ৫০ ওয়াট-আওয়ার ব্যাটারি একবার চার্জে টানা নয় ঘণ্টা পর্যন্ত চলবে। ৪৫ ওয়াটের সি-টাইপ চার্জার দিয়ে ল্যাপটপ ও ফোন উভয়ই চার্জ করা যাবে।
আরও পড়ুনঃ ইনফিনিক্স দেশে তৈরি ল্যাপটপ আনল
ভিজুয়্যাল অভিজ্ঞতা উন্নত করতে এক্স২-তে আছে ৪.৭ মিলিমিটার সূক্ষ্ণ বেজেলযুক্ত ১৪ ইঞ্চি ফুল-এইচডি আইপিএস ডিসপ্লে। সারাউন্ড সাউন্ডের জন্য সম্পূর্ণ মেটালে তৈরি এই ল্যাপটপটিতে আছে দুই লেয়ারের স্টেরিও ডিজাইন। মসৃণ ও আকর্ষণীয় ডিজাইনের ১৪.৮ মিলিমিটার পাতলা এক্স২ এর ওজন ১.২৪ কেজি। বর্তমানে এটি শুধু ধূসর রঙে পাওয়া যাচ্ছে।
আকর্ষণীয় ডিজাইনের ইনবুক এক্স২ বেশ শক্তিশালী এবং সহজে ব্যবহারযোগ্য। টাইপিংকে আরও আনন্দদায়ক করতে এতে যোগ করা হয়েছে রেসপন্সিভ ব্যাকলিট কিবোর্ড। ইনফিনিক্সের ইনবুক সিরিজের এই ল্যাপটপটি এখন পাওয়া যাচ্ছে ইনফিনিক্স স্টোর, অনুমোদিত রিটেইলার এবং দারাজে।
আরও পড়ুনঃ অ্যাপলের আইপ্যাড কাজ করবে কম্পিউটারের মতো