আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: দেশে চালু হওয়া “গুগল পে” যেভাবে করবেন ব্যবহার । দেশে আনুষ্ঠানিকভাবে চালু হল মার্কিন সার্চ জায়ান্ট গুগলের ডিজিটাল সেবা গুগল পে। মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় বাংলাদেশে এ সেবা নিয়ে এল গুগল ও সিটি ব্যাংক।
বলে রাখা ভালো, গুগল ওয়ালেট ও গুগল পে এক নয়। গুগল ওয়ালেট হচ্ছে ডিজিটাল ওয়ালেট, যেখানে পেমেন্ট কার্ড, লয়্যালটি কার্ড, ট্রানজিট পাস ও অন্যান্য কার্ড সংরক্ষণ করা যায়। অন্যদিকে, গুগল পে এক ধরনের পেমেন্ট পরিষেবা, যা গুগল ওয়ালেটে থাকা তথ্য ব্যবহার করে অনলাইনে কেনাকাটা করে। অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম বিষয়ের সাইট অ্যান্ড্রয়েড অথরিটি বলছে, গুগল ওয়ালেটে গ্রাহকরা তাদের পেমেন্ট তথ্য রাখেন এবং সেই তথ্য ব্যবহার করে পেমেন্ট করার পদ্ধতি হচ্ছে গুগল পে।
গুগল পে ব্যবহার করে মোবাইল দিয়ে সহজেই পেমেন্ট করা যায়। বিশ্বের অন্যান্য দেশে কেবল অর্থ দেওয়ার জন্য নয়, বরং আরও নানা কাজে ব্যবহার করা হয় এটি।
যেসব সুবিধা পাওয়া যাবে
– গুগল পে চালুর ফলে দেশের গ্রাহকরা স্মার্টফোনে গুগল পে অ্যাপ ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে লেনদেন করতে পারবেন।
– স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পয়েন্ট-অব-সেল (পিওএস) টার্মিনালে দেশে বা বিদেশে ফোন ট্যাপ করেই অর্থ পরিশোধ সম্ভব হবে। এতে আর আলাদাভাবে প্লাস্টিক কার্ড সঙ্গে বহনের প্রয়োজন হবে না।
– লেনদেনের জন্য গুগল কোনো ফি নিচ্ছে না।
যেভাবে ব্যবহার করবেন গুগল পে
গুগল পে নামে পরিচিত গুগল ওয়ালেট কন্টাক্টলেস লেনদেনে সহায়ক। প্ল্যাটফর্মটিতে ‘ট্যাপ টু পে’ ফাংশন রয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা সরাসরি কার্ড ব্যবহার না করেই লেনদেন করতে পারে, যা পেমেন্টকে আরও সহজ করে।
যা লাগবে
গুগল ওয়ালেটের ‘ট্যাপ টু পে’ ফিচারটি ব্যবহার করতে মোবাইলে ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন বা এনএফসি’ থাকতে হবে। সাধারণত Settings > Connected devices > Connection preferences অপশন থেকে এনএফসি পাওয়া যাবে।
পেমেন্ট এমন দেশ থেকে ইস্যু করতে হবে যেখানে গুগল ওয়ালেট সমর্থন করে। কন্টাক্টলেস লেনদেনের জন্য এটি ব্যবহার করতে গুগল ওয়ালেটকে ডিভাইসে ডিফল্ট পেমেন্ট অ্যাপ হিসেবে সেট করতে হবে।
গুগল পে-এর কিছু সীমাবদ্ধতা
তবে সবার আগে যে বিষয়টি জানা দরকার তা হচ্ছে প্রত্যেকটি পরিষেবারই কিছু সীমাবদ্ধতা থাকে। গুগল পে-এর কিছু সীমাবদ্ধতা হচ্ছে—
● গুগল পে ব্যবহারের জন্য বয়স অন্তত ১৬ বছর হতে হবে। আর, বয়স ১৮ বছরের কম হলে তার গুগল পে অ্যাকাউন্ট খোলার জন্য মা-বাবার অনুমতি লাগবে।
● গুগল পে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট থাকতে হবে।
● গুগল পে ব্যবহারের জন্য আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ বা তার পরের সংস্করণ থাকতে হবে। অন্যান্য সুবিধা যেমন– কার্ড, পাস বা ট্রান্সপোর্ট পেমেন্ট যোগ করতে ও ব্যবহার করতে চান তবে আপনার ফোনে অন্তত অ্যান্ড্রয়েড ৭.০ বা এর পরের সংস্করণ থাকতে হবে।
● পেমেন্টের জন্য আপনার একটি ডেবিট বা ক্রেডিট কার্ড লাগবে।
গুগল পে অ্যাকাউন্ট ব্যবহারের সীমাবদ্ধতা জানার পর এখন কীভাবে অ্যাকাউন্টটি ব্যবহার করবেন তা ধাপে ধাপে জেনে নিন–
প্লে স্টোর থেকে ডাউনলোড করুন
প্রথমে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন। এরপর আপনার গুগল অ্যাকাউন্টের সঙ্গে ওয়ালেটটি সেটআপ করুন। তারপর এতে আপনার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও অন্যান্য পেমেন্ট মাধ্যম যোগ করে নিন। এর মাধ্যমে পেমেন্ট করতে বা পরিচিতদের টাকা পাঠানোও যাবে।
অ্যাকাউন্ট সেট আপ করে নিন
ফোনে গুগল পে ডাউনলোডের পর অ্যাপটি চালু করুন। প্রথমবার চালুর সময় কিছু পারমিশন বা অনুমতি চাইতে পারে গুগল পে, সেসব অনুমতি দিন। এরপর অ্যাপটি আপনার গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সাইন ইন করবে। সবশেষে ‘ভিউ ওয়ালেট’ অপশনে ট্যাপের মাধ্যমে আপনি অ্যাপটিতে প্রবেশ করতে পারবেন।
ডেবিট বা ক্রেডিট কার্ড যোগ করুন
গুগল পে-তে পেমেন্ট শুরুর জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাপটিতে যোগ করা। কারণ, আপনি অনলাইনে কেনাকাটা করুন বা দোকানে গিয়ে ফোন দিয়ে টাকা দিন, সব ক্ষেত্রেই এটি কাজে লাগবে। তাই পেমেন্টের আগে অ্যাপটিতে কার্ডটি যোগ করে আপনার অ্যাকাউন্টকে প্রস্তুত করে নিন।
● গুগল ওয়ালেট অ্যাপটি খুলুন।
● নীচের ডানদিকে কোণায় ‘অ্যাড টু ওয়ালেট’ অপশনে ট্যাপ করুন।
● পেমেন্ট কার্ড নির্বাচন করুন।
● নতুন ক্রেডিট বা ডেবিট কার্ডে ক্লিক করুন।
● ক্যামেরা ব্যবহার করে আপনার কার্ডটি স্ক্যান করে নিন বা ম্যানুয়ালি বিবরণ লেখার অপশনটিও নির্বাচন করতে পারেন।
● এরপর গুগল পে-এর স্ক্রিনে প্রদর্শিত নির্দেশাবলী অনুসরণ করুন।
আরও পড়ুন:
❒ এই ১০টি এআই টুল বদলে দেবে আপনার কাজের ধরন!
❒ আপনি কি জানেন গুগল আপনার কোন কোন তথ্য জানে?
❒ এই ১০টি ওয়েবসাইট আপনার দৈনন্দিন জীবন সহজ করে দেবে
❒ SEO ফ্রেন্ডলি ইমেজ: আপনার কনটেন্টকে গুগলে র্যাংকে তোলার গোপন কৌশল
❒ বিদ্যুৎ উৎপাদন সংরক্ষণ এবং সঞ্চালন প্রক্রিয়া
❒ এথিক্যাল হ্যাকিং কি এবং কিভাবে এটি নিরাপদ ও প্রয়োজনীয়?
দেশে গুগল পে-এর ব্যবহার
সিটি ব্যাংকের গ্রাহকরা তাদের মাস্টারকার্ড বা ভিসা কার্ডটি গুগল ওয়ালেটে যোগ করে ‘গুগল পে’র মাধ্যমে স্পর্শবিহীন পেমেন্ট করতে পারবেন।
এ সেবার গ্রাহকেরা দেশে কিংবা বিদেশে এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) লেনদেন করতে সক্ষম এমন পস টার্মিনালে কেবল তাদের অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করেই সহজে ও ঝামেলাহীনভাবে লেনদেন করতে পারবেন।
গুগল পে–তে ব্যবহার করা হয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি, যা গ্রাহকের তথ্য নিরাপত্তা নিশ্চিত করে। গ্রাহকদের আলাদা কোনও প্লাস্টিক কার্ড বহন করতে হয় না। আকাশ পথে যাতায়াত থেকে শুরু করে কেনাকাটায় সবকিছুতেই গুগল পে ব্যবহার করা যাবে।
❑ জেনে রাখুন থেকে আরও পড়ুন
আরও পড়ুন: ফ্রিতে আইসিটি শেখা যাবে এই ৮টি অনলাইন কোর্সে