আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: দেশের বাজারে ভিভো ‘ওয়াই২৭’ মডেলের নতুন স্মার্টফোন । ওয়াই সিরিজে নতুন এই ফোন এক ঘণ্টার কম সময়ে শতভাগ চার্জ করা যায়। ফলে চার্জ নিয়ে কোনো চিন্তা করতে হয় না। ৬ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ২২ হাজার ৯৯৯ টাকা। এক সংবাদবিজ্ঞপ্তিতে ভিভো বাংলাদেশ এই তথ্য জানিয়েছে।
ফানটাচ ওএস ১৩ অপারেটিং সিস্টেমে চলা ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস পর্দার ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৮৫ মডেলের শক্তিশালী প্রসেসর থাকায় দ্রুত কাজ করা যায়। ফোনটির পেছনে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। এর ফলে কম আলোতেও ভালোমানের ছবি তোলা যায়।
২.৫ ডি কার্ভড ডিজাইনের স্কয়ার আকারের স্মার্টফোনটির বডি ডায়মেনশন ১৬৪.০৬ × ৭৬.১৭ × ৮.০৭ মিমি এবং ওজন মাত্র ১৯০ গ্রাম। ফলে বেশ ভালো এবং হালকা গ্রিপ পাওয়া যায়। বডি টু ডিসপ্লে রেশিও ভালো হওয়ায় এবং চিন এবং ব্যাজেল এর পরিমাণ কম হওয়ায় স্মার্টফোনটি খুব বেশি বড় মনে হবে না। এমনকি রাতে পাশাপাশি দিনের আলোতেও কোনো ঝামেলা ছাড়াই ব্যবহার করা যাবে ভিভো ওয়াই২৭। কারণ ২৩৮৮ × ১০৮০ রেজুলেশনের ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে রোদের আলোতেও ব্যবহার উপযোগী।
পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি-সুবিধার পাশাপাশি ৪৪ ওয়াটের টাইপ সি ফাস্ট চার্জার থাকায় ফোনটিতে দীর্ঘ সময় গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা সম্ভব। পোর্ট্রেট মোড, নাইট মোড, প্যানারোমা, স্লো-মোশন, টাইম ল্যাপস ইত্যাদি সুবিধা রয়েছে ফোনটিতে।
আরও পড়ুনঃ দেশের বাজারে বোট এর স্মার্ট ঘড়ি