আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: থ্রেডসে নিজের ‘লাইক’ করা পোস্ট দেখার সুবিধা । কোন কোন পোস্ট ‘লাইক করেছেন’ সেগুলো দেখার ইচ্ছা হয়? টেক্সটভিত্তিক অ্যাপ থ্রেডসের নতুন আপডেটে এবার ব্যবহারকারীরা সে সুবিধাটি পাবেন।
গত সপ্তাহ থেকে অ্যাপের অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে ফিচারটির পরীক্ষা শুরু করে কোম্পানিটি আর এই সপ্তাহান্তে সকল ব্যবহারকারীর জন্য চালু হলো। অ্যাপের সেটিংয়ে ‘ইওর লাইকস’ নামের নতুন অপশনে ব্যবহারকারী নিজের লাইক করা পোস্টগুলো খুঁজে পাবেন। অন্যদিকে, এক্স-এ ব্যবহারকারীর প্রোফাইলে থাকা ‘লাইকস’ নামের আলাদা ট্যাবের মাধ্যমে এই সুবিধা ব্যবহার করা যায়।
এই ফিচারের পাশাপাশি তুলনামূলক উচ্চমানের ছবি ও ভিডিও আপলোডের জন্য ‘মিডিয়া কোয়ালিটি’ নামের নতুন অপশন চালু করেছে মেটা। আর এতে প্রবেশ করা যাবে অ্যাপের সেটিংয়ে থাকা অ্যাকাউন্ট অপশনে চাপ দিয়ে।
এ ছাড়াও, এখন ব্যবহারকারীদের ফলো করা অ্যাকাউন্ট সাজানোর সুবিধাও চালু করেছে। আর এটা করা যাবে দুটি প্রক্রিয়ায়, একটিতে সর্বশেষ ফলো করা অ্যাকাউন্টগুলো আগে দেখা যাবে, আর অন্যটিতে দেখা যাবে সবার আগে ফলো করা অ্যাকাউন্টগুলো। এই তালিকা দেখতে ব্যবহারকারীকে নিজের প্রোফাইলের নীচে থাকা ‘ফলোয়ার্স’ অপশনে ক্লিক করে ‘ফলোয়িং’ ট্যাবে যেতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে।
এমন ছোটখাটো আপডেট আনার পাশাপাশি গত সপ্তাহে মেটা প্রধান মার্ক জাকারবার্গ ইঙ্গিত দিয়েছেন, আসন্ন সপ্তাহগুলোর মধ্যে ‘পোস্ট সার্চ’ ও ‘ওয়েব সংস্করণের’ মতো বহুল প্রতীক্ষিত ফিচারও চলে আসবে।
গত মাসে উন্মোচনের পরপরই ব্যপক সাড়া ফেলে দেয় থ্রেডস। আর কেবল পাঁচ দিনেই ১০ কোটি ব্যবহারকারী এতে সাইনআপ করেন। তবে, বিভিন্ন বিশ্লেষক কোম্পানির পরিসংখ্যান বলছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গেই অ্যাপটির ব্যবহার কমতে দেখা গেছে।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ কফি বানিয়ে পরিবেশন করছে রোবট