আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: তোপের মুখে প্রকাশ্যে ক্ষমা চাইলেন জাকারবার্গ । জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কয়েকদিন পরেই ২০ বছরে পা দিতে চলেছে। কিন্তু এমন আনন্দঘন মুহূর্তের ঠিক আগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছে সংস্থাটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গকে। শিশুদের ওপর সামাজিক মাধ্যমের নেতিবাচক প্রভাব সম্পর্কে মার্কিন সিনেটে আয়োজিত শুনানিতে সবার সামনে ক্ষমা চান তিনি।
‘বড় প্রযুক্তি সংস্থা ও অনলাইনে শিশুদের যৌন হয়রানি সংকট’ শীর্ষক এক শুনানির জন্য স্থানীয় সময় বুধবার (৩১ জানুয়ারি) মেটার মার্ক জাকারবার্গ, এক্স (সাবেক টুইটার)-এর লিন্ডা ইয়াকারিনো, টিকটকের শো জি চিউ, স্ন্যাপের ইভান স্পিগেল এবং ডিসকর্ডের জেসন সিট্রন। শীর্ষ সামাজিক মাধ্যমগুলোর প্রধান নির্বাহীদের তলব করে মার্কিন সিনেটের বিচার বিভাগীয় কমিটি।
আরও পড়ুনঃ ইলেকট্রনিক মাটি উদ্ভাবন, ফলবে দ্বিগুণ ফসল
এসময় সেখানে উপস্থিত বাবা-মায়েদের উদ্দেশে মেটার সিইও মার্ক জাকারবার্গ বলেন, আপনারা যা কিছুর মধ্য দিয়ে গেছেন, এ জন্য আমি দুঃখিত। আপনাদের পরিবার যে ক্ষতির শিকার হয়েছে, এ রকম হওয়া উচিত নয়।
জাকারবার্গ এরপর মেটা ও ফেসবুকের পরিচালকদের দিকে তাকিয়ে বলেন, ‘এসব পরিবার যে কষ্ট ভোগ করছেন, আর কোনো পরিবার যেন এ পরিস্থিতির মধ্য দিয়ে না যায়।’
মার্কিন জনপ্রতিনিধিদের অভিযোগ, বড় প্রযুক্তি কোম্পানিগুলো অনলাইনে যৌন হয়রানি থেকে শিশুদের রক্ষায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তারা আরও কঠোর আইন চান। একই সঙ্গে এখন পর্যন্ত নেয়া পদক্ষেপ বিষয়ে নির্বাহীদের কাছ থেকে ব্যাখ্যা চান মার্কিন জনপ্রতিনিধিরা।
আরও পড়ুনঃ পাঁচশত ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্টে পরিণত করা হবে