আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ডাইনোসরের বিলুপ্তি যেভাবে পিঁপড়াকে বানিয়েছে কৃষক । ৬ কোটি ৬০ লাখ বছর আগে এক বিশাল গ্রহাণু আঘাত হানে পৃথিবীতে, যা ডাইনোসরদের নিশ্চিহ্ন করে দেওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মকভাবে বদলে দেয় পৃথিবীকেও।
এ বিপর্যয়ের ফলে সেই সময় মারা যায় পৃথিবীতে বাস করা অনেক গাছপালা ও প্রাণী। তবে ওই পরিবেশ, মানুষের চেয়েও কোটি বছর আগের পৃথিবীর প্রথম দিকের কৃষক হওয়ার এক নতুন সুযোগ তৈরি করে দিয়েছিল পিঁপড়াদের জন্য।
গ্রহাণুর আঘাতের ফলে ওই সময় পৃথিবীতে তৈরি হয় কম আলোর এক অদ্ভুত পরিবেশ, যেখানে ছত্রাক অর্থাৎ মৃত উদ্ভিদ ও প্রাণী খায় এমন জীব বেড়ে ওঠে।
আর ভয়াবহ সে সময় আসলে সুসময় হিসাবে দেখা দেয় পিঁপড়ার এমন এক দলের কাছে যারা খাবারের জন্য ছত্রাক চাষ শুরু করে বলে উঠে এসেছে এক গবেষণায়। আর এটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স’-এ।
গবেষকরা বলছেন, সে সময় ছত্রাক চাষ শুরু করে কিছু পিঁপড়া, যেটি নির্দেশ করে ‘অ্যান্ট এগ্রিকালচার’-এর সূচনাকে।
আরও পড়ুনঃ মানুষের মস্তিষ্কে বাড়ছে অতিক্ষুদ্র প্লাস্টিকের কণা
বর্তমান সময়ের পিঁপড়া চাষ করে এমন ৪৭৫টি প্রজাতির ছত্রাকের জিনোম গবেষণা করে এসব প্রাচীন পিঁপড়ার টাইমলাইন খুঁজে বের করেছেন বিজ্ঞানীরা।
এজন্য জিনোমের ‘আল্ট্রাকনজার্ভড এলিমেন্টস বা ইউসিই’-এর দিকে নজর দেন গবেষকরা। জিনোমের এক প্রাচীন অঞ্চল ‘ইউসিই’, যা সময়ের সঙ্গে সঙ্গে খুব বেশি বদলে যায় না।
এসব ‘ইউসিই’-এর আশপাশের বিভিন্ন অঞ্চল বিশ্লেষণ করে পিঁপড়ার পাশাপাশি এসব ছত্রাক কীভাবে বিবর্তিত হয়েছিল তার এক বিস্তারিত সময়রেখা তৈরি করেন বিজ্ঞানীরা।
দুই ধরনের ছত্রাক খুঁজে পান গবেষকরা, যেগুলো চাষ হয় আধুনিক সময়ের পাতাকাটা পিঁপড়ার মাধ্যমে। প্রায় ৬ কোটি ৬০ লাখ বছর আগে গ্রহাণুর আঘাতের পর প্রায় একই সময়ে জন্মেছে এরা।
এসব ছত্রাকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে ‘আত্তিনি’ নামের পিঁপড়াদের, খাবারের জন্য ছত্রাকের উপর নির্ভর করত এসব পিঁপড়া। একইসঙ্গে ছত্রাকও প্রজনন ও বেঁচে থাকার জন্য নির্ভরশীল ছিল পিঁপড়ার উপর।
এই ‘মিউচুয়ালিজম’ সম্পর্কটি ছিল মূল অভিযোজনের মতোই, যা পিঁপড়া ও ছত্রাক উভয়কেই কঠিন সময়ে টিকে থাকতে সাহায্য করেছে। বিশেষ করে, অন্যান্য খাদ্য উৎসের সংকটের বেলায়।
মূলত জৈব পদার্থকে ভেঙে ফেলে ছত্রাক, যা নিজেদের বাসায় নিয়ে যায় পিঁপড়ারা এবং ছত্রাকের তৈরি পুষ্টি খায় পিঁপড়া। আর এই অংশীদারিত্ব এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে, ছত্রাক ছাড়া বাঁচতে পারে না পিঁপড়া।
আরও পড়ুনঃ
❒ গ্রহাণুর আঘাতে ডাইনোসরা নিশ্চিহ্ন হয়েছিল
❒ সূর্যপৃষ্ঠের চেয়েও এর বাইরের তাপমাত্রা বেশি কেন?
❒ পিঁপড়াও মানুষের মতো অস্ত্রোপচার করতে পারে
❒ গোবর থেকে তৈরি হচ্ছে ‘ব্ল্যাক গোল্ড’
গবেষণায় আরও উঠে এসেছে, প্রায় দুই কোটি ১০ লাখ বছর আগে পিঁপড়ার মাধ্যমে শুরু হয়েছিল ‘প্রবাল ছত্রাক’ নামে পরিচিত এক ভিন্ন ধরনের ছত্রাকের চাষ। ক্ষুদ্র প্রবাল প্রাচীরের মত দেখতে হওয়ায় এমন নাম রাখা হয়েছে এসব ছত্রাকের।
সময়ের সঙ্গে সঙ্গে ছত্রাক চাষে আরও সক্ষম হয়ে ওঠে পিঁপড়া। তবে পিঁপড়ারা ঠিক কীভাবে এটি করে সে সম্পর্কে এখনও নিশ্চিত নন বিজ্ঞানীরা।
পিঁপড়াদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় ছিল কৃষির এই প্রাথমিক রূপটি। বর্তমানে পিঁপড়ার মাধ্যমে চাষ করা ছত্রাক কেবল নিজেদের বেঁচে থাকার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং মানুষকে সাহায্য করারও সম্ভাবনা রয়েছে এর, যা নিয়ে চলছে গবেষণা।
এই প্রাচীন পিঁপড়া-ছত্রাকের অংশীদারিত্ব থেকে ইঙ্গিত মেলে, অপ্রত্যাশিতভাবে কীভাবে খাপ খাইয়ে নিতে পারে পৃথিবীতে বাস করা বিভিন্ন জীব, এমনকি বিপর্যয়ের মুখেও।
❑ বিবিধ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ প্রায় ৪৬ কোটি কিলোমিটার দূরে লেজার সংকেত পাঠিয়েছে নাসা