আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: টেকসা ইনোভেশনের নতুন ইয়ারবাডস বাজারে । বাংলাদেশের বাজারে দুইটি মডেলের ইয়ারবাডস বাজারজাত শুরুর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে মালয়েশিয়াভিত্তিক টেকসা ইনোভেশন। ‘স্পার্ক আই–৮’ ও ‘স্পার্ক আই–৯’ মডেলের
আরও পড়ুনঃ স্যামসাং আনলো নতুন ইয়ারবাড
ইয়ারবাডসগুলোর দাম ধরা হয়েছে ৩ হাজার ১০০ থেকে ৩ হাজার ৩০০ টাকা। বৃহস্পতিবার রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক অনুষ্ঠানে ইয়ারবাডসগুলোর বাজারজাত শুরুর ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে টেকসা ইনোভেশনের প্রতিষ্ঠাতা অমিত দাস বলেন, ‘টেকসা ইনোভেশন, টেকসা সফটওয়্যার মালেশিয়ার একটি সহযোগী প্রতিষ্ঠান। আমাদের তৈরি ইয়ারবাডসগুলোতে এএনসি ও ইএনসি প্রযুক্তি থাকায় গান শোনার সময় বাইরের কোনো শব্দ শোনা যায় না। ব্লু-টুথ ৫.২ ও ৫.৩ প্রযুক্তি সমর্থন করা ইয়ারবাডসগুলোতে ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় একবার চার্জে টানা আট ঘণ্টা ব্যবহার করা যায়। ফলে চার্জ নিয়ে চিন্তা করতে হয় না ব্যবহারকারীদের।’
টেকসা ইনোভেশনের সহপ্রতিষ্ঠাতা অনিন্দ্য চ্যাটার্জি জানান, সহজে ব্যবহারের জন্য ইয়ারবাডসগুলোর সঙ্গে চারটি ভিন্ন আকারের এয়ারপাফ রয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী এয়ারপাফগুলো ব্যবহার করতে পারেন। ওজন কম হওয়ায় দীর্ঘ সময় ব্যবহার করলেও কানে কোনো সমস্যা হয় না। প্রতিটি মডেলের ইয়ারবাডসেই এক বছরের বিক্রয়োত্তর সুবিধা পাওয়া যাবে।
অনুষ্ঠানে টেকসা ইনোভেশনের পরিচালক সুমন দাস, অপারেশন বিভাগের প্রধান রাজীব চন্দ্র শর্মাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ আইফোন ১৫ দেশের বাজারে, জেনে নিন দাম