আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: টেকনো এনেছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ফোন । বাংলাদেশের বাজারে নতুন ফোন এনেছে টেকনো। ‘স্পার্ক ২০’ মডেলের ফোনটির পেছনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।
এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। ফোনটির দাম ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেকনো।
আরও পড়ুনঃ স্যামসাংয়ের গ্যালাক্সি এ২৫ নতুন ফোন বাজারে
হেলিও জি৮৫ সুপার বুস্ট অক্টা-কোর প্রসেসরে চলা ৬.৬ ইঞ্চি এইচডি (হাই ডেফিনেশন) প্লাস পর্দার ফোনটিতে ৮ গিগাবাইট র্যাম রয়েছে, যা ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়। ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব।
অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ফোনটিতে আঙুলের ছাপ ও চেহারা শনাক্তকরণ সুবিধার পাশাপাশি দুটি স্টেরিও স্পিকার রয়েছে। এর ফলে ভালো মানের শব্দ শোনা যায়। ১৮ ওয়াটের চার্জিং–সুবিধা থাকায় দ্রুত চার্জও করা যায় ফোনটি।
আরও পড়ুনঃ সাশ্রয়ী দামে নকিয়ার ৫জি ফোন এলো