আইসিটি স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ী ভারত কত টাকা পেল আর কে পেলেন কী পুরস্কার । টি-টোয়েন্টি বিশ্বকাপের সদ্য শেষ হওয়া নবম আসরে চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি শিরোপা জিতল টিম ইন্ডিয়া।
এর আগে ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। সেই জয়ের ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ভারত।
মাঝে অবশ্য ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে টিম ইন্ডিয়া। সেই নিরিখে বলা যায় যে, ভারত ১৩ বছর পরে ফের কোনও বিশ্বকাপ জিতল এবং ১১ বছর পরে আইসিসি ট্রফি জিতল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারত কত টাকা পুরস্কার পেল, জেনে নেওয়া যাক-
সঙ্গে মোটা অঙ্কের প্রাইজমানিও পাচ্ছে ভারত। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১ দশমিক ২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিচ্ছে আইসিসি। চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে ২ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। রানার্সআপ হওয়া দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হয়েছে ১২ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ১৫ কোটি ৪ লাখ টাকা।
সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। তারা ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার বা প্রায় ৯ কোটি ২৫ লাখ টাকা করে পাচ্ছে। পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা পেয়েছে। বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
এবারের বিশ্বকাপে ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি। ৬টি চার ও ২টি ছক্কায় ৫৯ বলে ৭৬ রান করায় এই স্বীকৃতি মিলেছে তার। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছেন ভারতেরই জসপ্রীত বুমরাহ। ৮ ম্যাচে ওভারপ্রতি স্রেফ ৪.১৭ গড়ে রান দিয়ে ১৫টি উইকেট নিয়েছেন তিনি।
বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান। ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরার তালিকায়। রহমানউল্লাহ গুরবাজ ৮ ম্যাচে ২৮১ রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক, হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি। ৮ ম্যাচে ১৭ উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী আর্শদ্বীপ ও ফজল হক ফারুকী।
এক নজরে দেখে নিন টি-২০ বিশ্বকাপের এবারের আসরে কে কোন পুরস্কার জিতলেন:
চ্যাম্পিয়ন: ভারত (২৮ কোটি ৭৫ লাখ ৬৪ হাজার টাকা)
রানার্সআপ: দক্ষিণ আফ্রিকা (১৫ কোটি ২ লাখ ৩৭ হাজার টাকা)
টুর্নামেন্ট সেরা: জসপ্রিত বুমরাহ (১৫ উইকেট), ১৭ লাখ ৬২ হাজার টাকা
ফাইনালে ম্যাচ সেরা: বিরাট কোহলি (৭৬ রান), ৫ লাখ ৮৮ হাজার টাকা
স্মার্ট ক্যাচ: সূর্যকুমার যাদব (সাড়ে ৩ লাখ টাকা)
সর্বোচ্চ রান: রহমানউল্লাহ গুরবাজ (২৮১)
সর্বোচ্চ উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদ্বীপ সিং (১৭ উইকেট)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর: নিকোলাস পুরান (৯৮, প্রতিপক্ষ আফগানিস্তান)
সর্বোচ্চ স্ট্রাইক রেট: শাই হোপ (১৮৭.৭১)
সবচেয়ে বেশি ছক্কা: নিকোলাস পুরান (১৭টি)
সবচেয়ে বেশি ৫০+ স্কোর: রোহিত শর্মা ও গুরবাজ (৩টি)
সেরা বোলিং ফিগার: ফজলহক ফারুকি (৯ রানে ৫ উইকেট; প্রতিপক্ষ উগান্ডা)
সেরা ইকোনমি: টিম সাউদি (৩.০০)
সবচেয়ে বেশি ক্যাচ: এইডেন মার্করাম (৮টি)
সর্বোচ্চ দলীয় সংগ্রহ: ২১৮ ওয়েস্ট ইন্ডিজ (প্রতিপক্ষ আফগানিস্তান)
সর্বনিম্ন দলীয় সংগ্রহ: ৩৯ উগান্ডা (প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ)
আরও পড়ুনঃ আবারো চোকিংয়ের শিকার দক্ষিণ আফ্রিকা টি২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারত