আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: টাটার নতুন গাড়ি ১৫ মিনিটের চার্জে ১৫০ কিমি চলবে । ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন চমক। টাটা মোটরস আনল তাদের নতুন বৈদ্যুতিক গাড়ি। নাম টাটা কার্ভ ইভি। এই গাড়ির রেঞ্জ একবার চার্জে ৫৮৫ কিলোমিটার।
মাত্র ১৫ মিনিট চার্জিংয়ে ১৫০ কিলোমিটার যেতে পারবে এই গাড়ি। অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম রয়েছে গাড়িতে। মনোরঞ্জনের রয়েছে টাচস্ক্রিন, সানরুফ-সহ গুচ্ছের বৈশিষ্ট্য।
টাটা কার্ভ গাড়ির একাধিক ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে কোম্পানি। বেস মডেলে ৪৫ কিলোয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে ৫০২ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম।
টপ মডেলে রয়েছে ৫৫ কিলোওয়াট হাওয়ার ব্যাটারি, যা ফুল চার্জে নন-স্টপ ৫৮৫ কিলোমিটার নিয়ে যাবে। এটি টাটা মোটরসের এখনও অবধি সবথেকে লং রেঞ্জ ইলেকট্রিক গাড়ি।
আরও পড়ুনঃ টাটা মোটরস আনছে চারটি দুর্ধর্ষ ইলেকট্রিক গাড়ি
কোম্পানির দাবি, কার্ভ ইভিতে রয়েছে আলট্রা-ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থাও। ডিসি চার্জিং প্রযুক্তির মাধ্যমে মাত্র ১৫ মিনিট প্লাগ-ইন রাখলেই গাড়ি চলবে ১৫০ কিলোমিটার।
টাটা কার্ভ ইভির ফিচার্স
এই ইলেকট্রিক গাড়িতে রয়েছে এলইডি টেল লাইট, যা গাড়ি জুড়ে দেখা যাবে। ভেতরে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম।
তার সঙ্গে রয়েছে প্যানারমিক সানরুফ, ওয়্যারলেস চার্জিং, অ্যাডজাস্টেবেল ড্রাইভার সিট, ইলেক্ট্রনিক পার্কিং ব্রেক ইত্যাদি। সুরক্ষার জন্য দেওয়া হয়েছে ছয়টি এয়ারব্যাগ, লেভেল ২ অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম, ডিস্ক ব্রেক, অটো-হোল্ড, এমার্জেন্সি ব্রেকিং-সহ একাধিক ফিচার্স।
টাটা কার্ভ ইভির দাম
টাটা মোটরসের এই ইলেকট্রিক গাড়ির দাম শুরু ভারতে ১৭ লাখ রুপি থেকে।
টাটা কার্ভ ইলেকট্রিক ছাড়াও পেট্রল মডেলেও পাওয়া যাবে। আগামী দিকে আরও একাধিক ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার ঘোষণা করেছে কোম্পানি। ২০২৫ সালেই লঞ্চ হতে পারে নতুন টাটা হ্যারিয়ার ইভি ভার্সন।
❑ স্মার্ট গাড়ি থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ বিএমডব্লিউর ই-স্কুটার এক চার্জে ১৩০ কিলোমিটার চলবে