আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ছয়শ কোটি ডলারের নতুন তহবিল পেল এক্সএআই । ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই সম্প্রতি ছয়শ কোটি ডলারের নগদ তহবিল পেয়েছে।
মার্কিন ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাড্রিসেন হরোউইতজ, বিনিয়োগ কোম্পানি ব্ল্যাকরক, ফিডেলিটি, সফটওয়্যার কোম্পানি লাইটস্পিড, বিনিয়োগ ব্যাংকিং কোম্পানি মরগ্যান স্ট্যানলির পাশাপাশি এনভিডিয়া এবং এএমডি’র মতো বড় চিপ নির্মাতা কোম্পানিসহ অন্যান্যরা এ অর্থায়ন রাউন্ডে যোগ দেয় বলে এ সপ্তাহে ঘোষণা করেছে মাস্কের কোম্পানিটি।
অর্থায়নের নথি অনুসারে, সৌদি আরবের কোম্পানি কিংডম হোল্ডিংস অন্তত ৪০ কোটি ডলার বিনিয়োগ করেছে। এতে আরও প্রকাশ পেয়েছে এক্সএআই-এর বর্তমান মূল্য সাড়ে চার হাজার কোটি ডলার, যা আগের মূল্যায়নের দ্বিগুণের কাছাকাছি বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ।
এ বছরের এক্সএআইয়ের মোট অর্থায়নকে এক হাজার ২০০ কোটি ডলারে নিয়ে গেল নতুন অর্থায়ন। মে মাসে এক্সএআই (XAI) আরও ছয়শ কোটি ডলার অর্থায়ন পেয়েছিল বলে উল্লেখ রয়েছে প্রতিবেদনে।
ফাইন্যান্সিয়াল টাইমস অনুসারে, যারা এক্সএআইয়ের আগের বিনিয়োগে অংশ নিয়েছিলেন কেবল তাদেরই নতুন রাউন্ডে অংশ নেওয়ার অনুমতি ছিল। পাশাপাশি, প্রতিবেদনে আরও উল্লেখ রয়েছে যারা মাস্কের টুইটার কেনার অর্থায়নে সহায়তা করেছিলেন তাদের এক্সএআইয়ের ২৫ শতাংশ পর্যন্ত শেয়ার কেনার সুযোগ পেয়েছিলেন।
“এক্সএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেলের প্রশিক্ষণ বর্তমানে চলছে। আমরা এখন ভোক্তা ও কোম্পানিগুলোর জন্য নতুন উন্নত পণ্য চালু করার দিকে নজর দিচ্ছি।” – এক বিবৃতিতে বলেছে এক্সএআই।
আরও পড়ুনঃ
❒ ইলন মাস্ক ইতিহাসে সবচেয়ে ধনী
❒ ‘হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার’-নতুন পদের দায়িত্বে ডেভিড স্যাকস
❒ আতঙ্কের প্রতীক হয়ে উঠছে ‘ডিজিটাল অ্যারেস্ট’
❒ রোবট কুকুর ‘স্পট’ ট্রাম্পের বাড়ি পাহারা দিচ্ছে
ইলন মাস্ক গত বছর এক্সএআই প্রতিষ্ঠা করেন। এর পরপরই কোম্পানিটি নিজেদের ফ্ল্যাগশিপ এআই মডেল গ্রক প্রকাশ করে যা এখন সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এর অনেক ফিচারে যুক্ত রয়েছে। পাশাপাশি, এর একটি চ্যাটবট সংস্করণ এক্স-এর প্রিমিয়াম গ্রাহক ও কিছু অঞ্চলের ব্যবহারকারীরা বিনামূল্যে ব্যবহার করতে পারেন।
প্রতিষ্ঠার পর থেকে এক বছরের মধ্যে কার্যক্রমের দিক থেকে দ্রুত এগিয়েছে এক্সএআই। ২০২৩ সালের মার্চে মাত্র এক ডজন কর্মী নিয়ে শুরু করা প্রতিষ্ঠানের এ বছর ডিসেম্বরে একশোর বেশি কর্মী রয়েছে বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।
এক্সএআই বিনিয়োগকারীদের বলেছে, আগামী বছর কোম্পানির আরও অর্থ সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ জি-মেইলকে টেক্কা দিতে ইলন মাস্ক নিয়ে আসছে এক্স মেইল