আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চীনে সব অ্যাপের বিস্তারিত তথ্য সরকারকে দিতে হবে । চীনে সব মোবাইল অ্যাপ কোম্পানিকে দেশটির সরকারকে বিস্তারিত ব্যবসায়িক তথ্য দিতে হবে– বেইজিংয়ের এই সর্বশেষ উদ্যোগের কথা জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়।
ব্যবসায়িক তথ্য জমা দেওয়ার সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ, যেসব অ্যাপ কোম্পানি এর মধ্যে জমা দিতে ব্যার্থ হবে তাদের শাস্তি ভোগ করতে হবে বলে জানিয়েছে চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে দেশটিতে অ্যাপের সংখ্যা কমে আসবে এবং ছোট কোম্পানিগুলো বেশি ক্ষতিগ্রস্থ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ইন্ডাস্ট্রিকে কড়া নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে একে বেইজিংয়ের কর্মকাণ্ডের নজির বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
সাংসাইভিত্তিক আইন প্রতিষ্ঠান ডেবান্ডের আইনজীবি ইউ ইয়ুনতিং বলেছেন কার্যত আদেশটির ফলে মন্ত্রণালয় থেকে অনুমতি নেওয়া আবশ্যিক করা হয়েছে। চীনে অনলাইন জালিয়াতি রোধে আইনটি করা হলেও এটি চীনের সব মোবাইল ফোন অ্যাপের ওপর প্রভাব ফেলবে, বলেন তিনি।
বিদেশী অ্যাপ নির্মাতারা চীনের সরকারকে কোনো তথ্য না দিয়েই অ্যাপলের অ্যাপ স্টোরে তাদের অ্যাপ প্রকাশ করতে পারে, এই নতুন আইনের ফলে তাদের ওপর প্রভাব পড়বে, বলেছেন অ্যাপ প্রকাশক কোম্পানি অ্যাপ-ইন-চায়নার সহপ্রতিষ্ঠাতা রিচ বিশপ।
আরও পড়ুনঃ সাইবার হামলা ঠেকানোর প্রস্তুতি নেই ৯০ শতাংশের
এই প্রসঙ্গে অ্যাপলের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
চীনে কার্যক্রম চালাতে হলে জেনারেটিভ এআই প্রযুক্তিগুলোকে লাইসেন্স নিতে হবে চীন সরকারের কাছ থেকে এমন নতুন আইনের ফলে চীন থেকে গত সপ্তাহে অ্যাপ স্টোর থেকে শতাধিক অ্যাপ সরিয়েছে অ্যাপল।
“সংবাদ, প্রকাশনা, শিক্ষা, সিনেমা ও টেলিভিশন এবং ধর্মীয় অ্যাপভিত্তিক তথ্যসেবা দাতা কোম্পানিকেও প্রয়োজনীয় তথ্যাদি পেশ করতে হবে” — বলেছে মন্ত্রণালয়টির বিজ্ঞপ্তি।
এই বাধ্যবাধাকতায় এক্স, ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোতে প্রভাব পড়বে। এতোদিন যাবত চীনে ব্যবহার করা না গেলেও সেগুলো অ্যাপ স্টোরে উপস্থিত ছিলো, তাতে করে চীনের গ্রাহকেরা বিদেশ ভ্রমণের সেগুলো ব্যবহার করতে পারতেন।
এর মধ্যেই চীনে মোবাইল গেইম প্রকাশের আগে লেইসেন্স নেওয়া বাধ্যতামূলক করে ২০২০ সালে বিভিন্ন অ্যাপ স্টোরে লাইসেন্সবিহীন হাজার হাজার গেইমকে দেশটিতে নিষ্ক্রিয় করেছে।
চীনে সর্বাধিক জনপ্রিয় সামাজিক প্লাটফর্ম উইচ্যাটের মালিক কোম্পানি টেনসেন্ট বলেছে অ্যাপের মধ্যে থাকা মিনি অ্যাপগুলোও এই নতুন আইনের আওতায় পড়বে।
আগামী সেপ্টেম্বর থেকে নতুন কোনো অ্যাপ প্রকাশের আগে লাইসেন্স নিতে হবে তবে এরইমধ্যে প্রচলিত মিনি অ্যাপগুলোর সময় রয়েছে আগামী মার্চ পর্যন্ত।
আরও পড়ুনঃ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ