আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চীনের তৈরি স্মার্টফোন চোখের ইশারায় চলতে সক্ষম । স্মার্টফোনের পর্দায় থাকা নির্দিষ্ট অ্যাপের দিকে তাকালেই চালু হয়ে যাবে অ্যাপ। এমনকি আঙুলের স্পর্শ ছাড়া চোখের ইশারায় ব্যবহার করা যাবে অ্যাপের বিভিন্ন সুবিধা। শুনতে অবাক লাগলেও চোখের ইশারায় চলতে সক্ষম স্মার্টফোন তৈরি করেছে চীনের মুঠোফোন নির্মাতাপ্রতিষ্ঠান অনার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘স্ন্যাপড্রাগন সামিট–২০২৩’ সম্মেলনে নিজেদের তৈরি ‘অনার ম্যাজিক ৬’ মডেলের ফোনটির একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
সম্মেলনে অনারের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জ ঝাও জানান, নতুন এই প্রযুক্তির সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই ফোনে আসা বার্তা পড়ার পাশাপাশি বিভিন্ন অ্যাপ চালু বা বন্ধ করা যাবে। নতুন এই ফিচারটির নাম দেওয়া হয়েছে ‘ম্যাজিক ক্যাপসুল’। সম্মেলনে ‘অনার ম্যাজিক ৬’ মডেলের ফোনটির বিভিন্ন প্রযুক্তি সুবিধা তুলে ধরলেও কবে নাগাদ ফোনটি বাজারে আসবে বা দাম কত হবে—সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
আরও পড়ুনঃ মটোরোলার স্মার্টফোন মুড়িয়েও ব্যবহার করা যাবে
সম্মেলনে অনারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একজন নারী চোখের ইশারায় ‘অনার ম্যাজিক–৬’ মডেলের ফোন নিয়ন্ত্রণ করছেন। চোখের ইশারায় অ্যাপ স্ক্রল করার পাশাপাশি অন্যদের পাঠানো বার্তাও পড়ছেন তিনি।
অনারের নতুন এ প্রযুক্তি কীভাবে কাজ করবে—সে বিষয়ে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি। অনেকের মতে, নতুন এ প্রযুক্তি চালু হলে ব্যবহারকারীদের অজান্তেই চোখের ইশারায় ভুল অ্যাপ বা সুবিধা চালু হতে পারে। এর ফলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। আবার অনেকে মনে করছেন, নতুন এ প্রযুক্তিতে চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গের সহায়তা নেওয়া যেতে পারে। যেমন অ্যাপলের নতুন হেডসেটে চোখের ইশারায় বিভিন্ন অ্যাপ নির্বাচন করা গেলেও হাতের ইশারার মাধ্যমে সেগুলো ব্যবহার করতে হয়।
সূত্র: দ্য ভার্জ
আরও পড়ুনঃ মালটিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে টানেল যুগে বাংলাদেশ