আইসিটি ওয়ার্ড নিউজ: চার্জার সবসময় প্লাগে লাগিয়ে রেখে নিজেই বিপদ ডেকে আনছেন নাতো ? চার্জার আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যেমন ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ, হেডফোন, ই-বাইক ইত্যাদি। এসব ডিভাইস আমাদের অত্যন্ত প্রয়োজনীয় হওয়ায় তা সবসময় চার্জ দিয়ে কাজের জন্য প্রস্তুত রাখা হয়। এ জন্য বিদ্যুতের নির্দিষ্ট জায়গায় চার্জার প্লাগ করে রাখি আমরা। কিন্তু অনেকেই চার্জ শেষ হয়ে যাওয়ার পরও চার্জার প্লাগে লাগিয়ে রাখেন। এটি নিরাপদ অভ্যাস নয়, বরং কিছু ঝুঁকি তৈরি করে। আসুন জেনে নিই কেন এই বিষয়ে সচেতন হওয়া জরুরি।
চার্জারের ভেতর কী থাকে
চার্জারের মধ্যে সাধারণত থাকে ট্রান্সফরমার, রেক্টিফায়ার, ফিল্টার ও ভোল্টেজ রেগুলেটর। এটি বৈদ্যুতিক শক্তিকে সঠিক ভোল্টেজে রূপান্তর করে ফোনে পৌঁছে দেয়।
এসি ও ডিসির পার্থক্য
চার্জারে ঢোকে এসি (AC – Alternating Current) এবং সেটি রূপান্তর হয় ডিসি (DC – Direct Current)-তে, যা ফোন বা যেকোনো ডিভাইস চার্জ করতে প্রয়োজন হয়।
চার্জে না থাকলেও বিদ্যুৎ খরচ
আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় এসি আকারে। তবে আধুনিক যন্ত্রপাতি ও ব্যাটারি ডিসিতে চলে। এ জন্য প্রায় সব যন্ত্রেই এসি-ডিসি কনভারটার থাকে। এই এসি থেকে ডিসিতে উপযুক্ত হওয়ার জন্য একটি সাধারণ চার্জারে প্রয়োজন হয় একাধিক উপাদান, যেমন―ট্রান্সফরমার, বিদ্যুৎ রূপান্তরের জন্য সার্কিট, ডিসি ভোল্টেজের গুণমান উন্নত করার জন্য ফিল্টারিং উপাদান এবং নিয়ন্ত্রণ ও সুরক্ষার জন্য কন্ট্রোল সার্কিট। এ সবই কিছু না কিছু বিদ্যুৎ ব্যবহার করে। এমনকি চার্জার যখন ডিভাইসের সঙ্গে যুক্ত থাকে না, তখনও বিদ্যুৎ খরচ করে। এ জন্য ডিভাইস চার্জ না দিলেও বিদ্যুতের খরচ হতে থাকে। এই সিস্টেমকে বলা হয় “স্ট্যান্ডবাই পাওয়ার লস”। বিশ্বজুড়ে লক্ষ কোটি চার্জার এইভাবে দৈনিক বহু ইউনিট বিদ্যুৎ অপচয় করে।
অন্যান্য ঝুঁকি
✪ পুরনো বা নিম্নমানের চার্জার অতিরিক্ত গরম হয়ে আগুন লাগাতে পারে।
✪ দীর্ঘ সময় চার্জার সকেটে থাকলে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে।
✪ শিশুদের নিরাপত্তার ঝুঁকি বাড়ে।
আরও পড়ুনঃ
❒ ‘কল মার্জিন’ প্রতারণার নতুন ফাঁদ
❒ সোশ্যাল মিডিয়ার ভুল ব্যবহারে হতে পারেন সর্বস্বান্ত
❒ দিনে কতবার ফোন চার্জ করা ভালো
❒ ৩০ সেকেন্ডের রিলস কেড়ে নিচ্ছে ৩ ঘন্টা
❒ গুগলে ৪ বিষয়ে জানতে সার্চ দিলেই বিপদে পড়বেন
❒ ল্যাপটপ নতুনের মতো রাখতে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
চার্জার কীভাবে ব্যবহার করতে হবে
✪ চার্জ শেষ হলে চার্জার খুলে ফেলুন।
✪ ভালো মানের চার্জার ব্যবহার করুন।
✪ সকেট ও চার্জার নিয়মিত পরিস্কার ও পরিদর্শন করুন।
সতর্কতা
চার্জারের তারে ভাঁজ পড়লে বা ছিঁড়ে গেলে দ্রুত বদলান। কখনোই বিছানায় বা তাপধর্মী জায়গায় চার্জার রেখে চার্জ দেবেন না।
স্মার্ট ডিভাইস ব্যবহারে যেমন সচেতন হতে হয়, ঠিক তেমনই চার্জার ব্যবহারে সচেতনতা জরুরি। ছোট্ট এই অভ্যাস বদল আপনাকে বাঁচাতে পারে বড় বিপদ থেকে।
❑ প্রযুক্তি সচেতনতা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ প্রযুক্তির প্রতারণা ফাঁদ: কীভাবে রক্ষা করবেন নিজেকে Call Spoofing থেকে