আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চাঁদে সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল ।. ১২ কোটি বছর আগেও চাঁদে সক্রিয় আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল, এমনই দাবি নতুন এক গবেষণার।
চন্দ্রপৃষ্ঠে খুঁজে পাওয়া ক্ষুদ্র কাঁচের কণার ওপর ভিত্তি করে পরিচালিত এই গবেষণায় ইঙ্গিত মিলেছে, চাঁদে সক্রিয় অগ্ন্যুৎপাত ঘটার নজিরও বেশি সময় আগের নয়।
কাঁচের এ কণাগুলো খুঁজে পেয়েছে চীনের ‘চ্যাং’ই ৫’ মিশন, যা ২০২০ সালে চাঁদ থেকে এর নমুনা এনেছিল।
ওই নমুনা থেকে গবেষকরা তিন হাজারের বেশি কাঁচের কণা পরীক্ষা করেছেন, যার মধ্যে ছিল এগুলোর রাসায়নিক এবং শারীরিক গঠন পরীক্ষা করার মতো বিষয়গুলো।
এতে দেখা যায়, কণাগুলোর মধ্যে তিনটি হয়ত কোনো আগ্নেয়গিরি থেকে তৈরি। অনুমান বলছে, এগুলো সম্ভবত প্রায় ১২ কোটি ৩০ লাখ বছর পুরোনো।
আরও পড়ুনঃ চাঁদে বুকে বিশাল গুহার খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা
এখন পর্যন্ত চাঁদে নিশ্চিত হওয়া সবচেয়ে সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের নজির এটি।
এইসব কণায় ‘ক্রিপ’ নামে পরিচিত একটি উপাদানের মাত্রা অনেক বেশি, যা এক ধরনের গরম তাপের প্রভাব তৈরি করতে পারে। বিজ্ঞানীদের ধারণা বলছে, ওই গরম হওয়ার গতিবিধির কারণে সম্ভবত চাঁদের ম্যান্টলে বিভিন্ন পাথর গলে গিয়েছিল, যা পরবর্তীতে ছড়িয়ে পড়ে এর পৃষ্ঠে।
মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত মিশনগুলোয় চাঁদ থেকে আনা বিভিন্ন নমুনায় এরইমধ্যে ইঙ্গিত মিলেছে, প্রায় তিনশ কোটি বছর আগে চাঁদে অগ্নুৎপাতের মতো ঘটনা ঘটত। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এর চেয়ে সাম্প্রতিক সময়ও চাঁদে এমন কার্যকলাপ ঘটার নজির ছিল।
আরও পড়ুনঃ চাঁদে যাচ্ছে ইউরোপের প্রথম রোভার যান ‘টেনাশিয়াস’
গবেষণার বিভিন্ন ফলাফলে উঠে এসেছে, চাঁদের মতো ছোট ছোট কাঠামোর নিজস্ব গঠনপ্রক্রিয়া একেবারে শেষ পর্যায় পর্যন্তও সক্রিয় থাকতে পারে। এর পাশাপাশি, চাঁদের ভেতরের অংশটি কীভাবে গঠিত হয়েছে, তার বিভিন্ন মডেল বোঝার ক্ষেত্রেও বিজ্ঞানীদের কাছে সহায়ক হতে পারে এটি।
গবেষণাটির বিস্তারিত উঠে এসেছে ‘রিটার্ন্ড স্যাম্পলস ইন্ডিকেট ভলকানিজম অন দ্য মুন ১২০ মিলিয়ন ইয়ার্স এগো’ শীর্ষক নতুন একটি নিবন্ধে, যা প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘সায়েন্স’-এ।
❑ মহাকাশ ও বিজ্ঞান থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ চাঁদের মিলল ম্যাগমা মহাসাগরের অবশিষ্টাংশের