আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চাঁদের মাটিতে ভেঙে পড়ল লুনা-২৫ । ইতিহাস তৈরি করতে পারল না রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ল রুশ মহাকাশযান ‘লুনা-২৫’। রুশ মহাকাশ সংস্থা রসকসমস রবিবার এই খবর জানিয়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ার যানের। কিন্তু সেই স্বপ্নপূরণ হল না। সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে রুশ মহাকাশযানের সফল অবতরণ হলে নতুন ইতিহাস তৈরি হত। কারণ, ওই দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশের মহাকাশযানের সফল অবতরণ হয়নি।
১০ অগস্ট চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল লুনা-২৫। সোমবার চাঁদের মাটিতে নামার কথা ছিল রাশিয়ার যানটির। শনিবার চাঁদের কক্ষপথে নামার আগে ‘জরুরি পরিস্থিতি’র সম্মুখীন হয় মনুষ্যবিহীন যানটির। নির্ধারিত গতির চেয়ে বেশি গতিতে ছুটে সেটি চাঁদের মাটিতে ভেঙে পড়ে।
আরও পড়ুনঃ চাঁদের চারপাশে একাধিক স্যাটেলাইট ঘটতে পারে বিপত্তি
রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমস রোববার সকালে জানিয়েছে, শনিবার গ্রিনিচ মান সময় বেলা ১১টা ৫৭ মিনিটের পর লুনা-২৫ এর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যানটি অপ্রত্যাশিত কক্ষপথে চলে গেছে এবং চাঁদের পৃষ্ঠের সাথে সংঘর্ষের ফলে এটি বিধ্বস্ত হয়েছে।’
রাশিয়ার মহাকাশযান যাত্রার প্রায় এক মাস আগে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার এটি চাঁদের বুকে নামার কথা। ভারতের সঙ্গে পাল্লা দিয়ে গত ৪৭ বছরে এই প্রথম চন্দ্রাভিযানে শামিল হয়েছিল রাশিয়া। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল।
আরও পড়ুনঃ মেসির জাদুতে প্রথম শিরোপা জিতল ইন্টার মায়ামি