আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চন্দ্রযান : রাশিয়ার লুনা ২৫- র কাছে হারবে ভারত ? ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ ইতিমধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। আর এরই মধ্যে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে যাত্রার জন্য প্রস্তুত হয়ে গেছে রাশিয়ার মহাকাশযান,লুনা ২৫।
রাশিয়ার মহাকাশযানটি এখনও উৎক্ষেপণ করা হয়নি। তবে জানা গেছে, খুব দ্রুতই এটি পৌঁছে যেতে পারে চাঁদে।এই পরিস্থিতিতে অল্পের জন্য রুশ মহাকাশযান, লুনা ২৫- এর কাছে হারতে হতে পারে ভারতের চন্দ্রযান-৩’কে।
কেননা, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করার কথা চন্দ্রযান ৩-এর ল্যান্ডার এবং রোভারের। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা এই মহাকাশযানের। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।এখনও পর্যন্ত যে তিনটি দেশ চাঁদে পা রেখেছে,তাদের কেউই চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি।
চাঁদের নিরক্ষীয় অঞ্চলের কাছে অবতরণ করেছে তারা। তবে এবার শুরু হয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে সবার আগে পৌঁছানোর লড়াই। জানা গেছে, ১১ আগস্ট মহাকাশের উদ্দেশে পাড়ি দেবে রাশিয়ার লুনা ২৫।
উল্লেখ্য,প্রায় ৫০ বছরের ব্যবধানে ফের চাঁদের উদ্দেশে মহাকাশযান পাঠাচ্ছে রাশিয়া। জানা গেছে, চাঁদের বলয়ে পৌঁছতে রুশ মহাকাশযানটির সময় লাগবে মাত্র পাঁচদিন। এরপর সেই মহাকাশযান প্রায় ৪ থেকে ৫ দিন চাঁদকে প্রদক্ষিণ করে কক্ষপথে নীচে নামতে থাকবে। এ কারণেই মনে করা হচ্ছে, ভারতের চন্দ্রযান ৩-এর কিছুক্ষণ আগেই এটি চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখতে পারে।
এদিকে পৃথিবীকে প্রদক্ষীণ করে চন্দ্রযান ৩-এর অরবিট ম্যানুভারিং সফলভাবে সম্পন্ন হয় জুলাই মাসেই। এরপর ৫ আগস্ট ইসরোর মহাকাশযান প্রবেশ করে চাঁদের কক্ষপথে। চাঁদের কক্ষপথে প্রথম পরীক্ষায় পূর্ণ নম্বর পেয়ে উত্তীর্ণ ইসরোর মহাকাশযান। এর পরের পরীক্ষা হবে ৯ আগস্ট দুপুর ১টা থেকে ২টার মধ্যে।
চাঁদকে প্রদক্ষীণ করতে করতে ২৩ আগস্টে চাঁদের মাটিতে পা রাখবে ইসরোর মহাকাশযান। চাঁদে অবতরণের আগে বেশ কয়েকবার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান ৩। ধীরে ধীরে এক এক ধাপ করে এটি চাঁদের আরও কাছে আসবে।
যেমনভাবে পৃথিবী প্রদক্ষিণের সময় চন্দ্রযান এক এক ধাপ করে পৃথিবীর থেকে দূরত্ব বাড়াচ্ছিল, সেই একইভাবে চাঁদের আরও কাছে যাবে এই মহাকাশযান। উল্লেখ্য, এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুর সব থেকে কাছে অবতরণ করেছিল নাসার সার্ভেয়ার-৭। ১৯৬৮ সালে সেদিন ৪০ ডিগ্রি দ্রাঘিমাংশের কাছে অবতরণ করেছিল নাসার মহাকাশযান। জানা গেছে, চন্দ্রযান ৩-এর রোভার চাঁদের দক্ষিণ মেরুর কাছে ঘুরে-বেড়িয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবে।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ এক্সবক্সে আগামী বছর ফাইনাল ফ্যান্টাসি ১৪