আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২ মার্চ। ১০ মার্চের মধ্যে এ পরীক্ষা শেষ হবে। গত বছরের মতো এবারও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ থাকবে। তবে এ বছর বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল রোববার রাতে ডিনস কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপাচার্য শিরীণ আখতার এ সভার সভাপতিত্ব করেন। সভা শেষে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সিরাজ উদ দৌল্লাহ।
সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘সভায় ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার এক সভায় পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হবে কি না, সেটি নিশ্চিত করা হবে। এ ছাড়া আবেদনের যোগ্যতা, পরীক্ষার মানবণ্টন, আবেদনের ফি পরবর্তী সভাগুলোয় চূড়ান্ত করা হবে। তবে গত বছরের চেয়ে এ বছর খুব একটা পরিবর্তন হবে না।’
আরও পড়ুনঃ ইতালির শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ৮০০ টির বেশি বৃত্তি
গত বছর পরীক্ষা যেভাবে হয়েছিল
গত বছর চারটি ইউনিট ও দুটি উপ–ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য শিক্ষার্থীরা আবেদন করেছিলেন। এর মধ্যে সাধারণ আসন ৪ হাজার ১৮৯টি আর কোটার অধীন ৭৩৭টি।
ভর্তির আবেদনের জন্য ইউনিট ও উপ–ইউনিটপ্রতি একজন শিক্ষার্থীকে গুনতে হয়েছে মোট ৯৫০ টাকা, যা এর আগের বছর ছিল ৮৫০ টাকা।
ভর্তি পরীক্ষা বরাবরের মতোই ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। বহুনির্বাচনী–পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হয়েছিল। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ছিল ৪০।
আরও পড়ুনঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময়সূচি