আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা । আগামী ১৯ ডিসেম্বর থেকে বাংলাদেশের পাসপোর্টধারীরা ই-ভিসার আবেদন করতে পারবেন। এর ফলে পাসপোর্ট জমা দেওয়া ছাড়াই অনলাইনের মাধ্যমে ঘরে বসে নেওয়া যাবে থাইল্যান্ডের ভিসা। নতুন বছরের ২ জানুয়ারি থেকে বাংলাদেশিদের ই-ভিসা দেবে ঢাকায় নিযুক্ত থাই দূতাবাস।
সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার থাইল্যান্ড দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায় ওয়েবসাইটে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে এবং ফর্ম পূরণ করে আপলোড করতে হবে। সুতরাং পাসপোর্ট জমা দেওয়ার কোনো কারণ নেই।
বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীরা অনলাইনে আবেদন করে থাইল্যান্ডের ভিসা নিতে পারবে। আবেদনের ১০ দিনের মধ্যে ভিসা ই-মেইলে পাঠানো হবে।
আরও পড়ুনঃ
❒ সিঙ্গাপুর ভ্রমণে দেখে আসুন বিশ্বের সেরা ভবনটি
❒ চীনের বিস্ময়কর লাল সৈকত
❒ তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য সব পর্যটকদেরই মুগ্ধ করে
❒ থাইল্যান্ড ভ্রমনের জন্য জনপ্রিয় ৭টি স্থান
নতুন এই পদ্ধতিতে পরবর্তীতে ই-মেইলে ভিসা পাঠিয়ে দেবে থাইল্যান্ড। যেটি প্রিন্ট করে সঙ্গে রাখতে হবে; থাই ইমিগ্রেশনে এটি দেখাতে হবে।
আর আগামী ২৪ ডিসেম্বর থেকে ঢাকার থাইল্যান্ড ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হবে।
উল্লেখ্য, ই-ভিসা সুবিধা থাইল্যান্ড কর্তৃক ইতোমধ্যে তাদের ৬৯টি দূতাবাসে চালু করা হয়েছে। আর কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি গত ২০১৮ সাল থেকে কার্যকর রয়েছে।
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ শীতে ভ্রমণে সতেজ থাকতে কিছু বিষয়ে খেয়াল রাখুন