আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গ্লোবালস্টারে দেড়শ কোটি ডলার বিনিয়োগ করবে অ্যাপল । আইফোনের স্যাটেলাইট সেবা বাড়াতে স্যাটেলাইট যোগাযোগ সেবাদাতা কোম্পানি গ্লোবালস্টারে দেড়শ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপল।
শুক্রবার এক নিরাপত্তা নথিতে এ তথ্য প্রকাশ করেছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ও গ্লোবালস্টার।
এদিকে, তৃতীয় প্রান্তিকের রাজস্ব বৃদ্ধির একদিন পরই গ্লোবালস্টার-এর শেয়ার মূল্য বেড়েছে ৩০ শতাংশের বেশি। অন্যদিকে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল-এর শেয়ার মূল্য কমেছে প্রায় ১.৪ শতাংশ।
গ্লোবালস্টার-এর সঙ্গে অ্যাপলের এই চুক্তির আওতায় গ্লোবালস্টার’কে নগদ ১১০ কোটি ডলার দেবে অ্যাপল। একইসঙ্গে ৪০ কোটি ডলারে গ্লোবালস্টার-এর ২০ শতাংশ শেয়ার কিনবে টেক জায়ান্টটি।
গ্লোবালস্টার বলেছে, ঋণ পরিশোধের জন্য তহবিলের একটি অংশ ব্যবহার করবে গ্লোবালস্টার ও তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক সক্ষমতার প্রায় ৮৫ শতাংশ দেবে অ্যাপলকে। ধারণা করা হচ্ছে এই চুক্তি সম্পন্ন হবে মঙ্গলবার।
আরও পড়ুনঃ
❒ প্রযুক্তি খাতে রতন টাটার যত অবদান
❒ বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ড্রোন হবে রপ্তানি
❒ বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক
❒ প্রিয় পে চালু করলো ডলার থেকে টাকা উত্তোলনের সুবিধা
গ্লোবালস্টার-এর বিভিন্ন পরিষেবার জন্য এরইমধ্যে অ্যাপল শত শত কোটি ব্যয় করছে বলে প্রতিবেদনে লিখেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। যার মাধ্যমে ২০২২ সালে আইফোনে জরুরি স্যাটেলাইট টেক্সটিং ফিচার চালু করেছে টেক জায়ান্টটি।
বর্তমানে বাজারে বেশ কয়েকটি স্যাটেলাইট সংযোগ পরিষেবা চালু রয়েছে, যার মধ্যে অন্যতম ‘ডাইরেক্ট-টু-ডিভাইস’ বা ডি২ডি। এর মাধ্যমে মহাকাশ থেকে সরাসরি স্মার্টফোনের মতো নানা ডিভাইসে স্যাটেলাইট সংযোগ পরিষেবা মেলে।
এ ধরনের পরিষেবা দেয় স্পেসএক্স, এএসটি স্পেসমোবাইল, ইরিডিয়াম, লিংক, ইকোস্টার ও গ্লোবালস্টার এর মতো বিভিন্ন স্যাটেলাইট কোম্পানি।
গ্লোবালস্টার’কে নতুন কৃত্রিম উপগ্রহ কেনা ও তাদের স্থলভিত্তিক অবকাঠামো বাড়াতে সাহায্য করবে এই নতুন তহবিল।
বর্তমানে ৩১টি কৃত্রিম উপগ্রহ রয়েছে গ্লোবালস্টার-এর। পাশাপাশি পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর জন্য আরও ২৬টি কৃত্রিম উপগ্রহ অর্ডার করেছে কোম্পানিটি।
আরও পড়ুনঃ দেরিতে এলেও অ্যাপলের এআই হবে সেরা: টিম কুক
১ Comment
It feels like you’ve read my mind! You seem to know so much about this topic, as if you wrote the book on it. Adding some visuals could make it even more engaging. Excellent read—I’ll definitely be back!