আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গ্যালাক্সি এস২৫ স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং । প্রত্যাশা অনুযায়ী ২০২৫ সালের প্রথম আনপ্যাকড ইভেন্টে নতুন গ্যালাক্সি এস২৫ সিরিজের স্মার্টফোন উন্মোচন করেছে স্যামসাং। এ সিরিজের স্মার্টফোন চলবে কোয়ালকম চিপ ও গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেলের মাধ্যমে।
বুধবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ইভেন্টে এআই স্মার্টফোনের এই সিরিজ উন্মোচনের ঘোষণা দেয় দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটি।
এ আপগ্রেডেড বিভিন্ন এআই ফিচার স্যামসাংয়ের স্মার্টফোন বিক্রিকে চাঙ্গা করবে এবং অ্যাপল ও চীনা প্রতিদ্বন্দ্বীদের ঠেকাতেও সহায়ক হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
এ ইভেন্টের শেষে নিজেদের ফ্ল্যাগশিপ বিভিন্ন স্মার্টফোন মডেলের পাতলা সংস্করণের ঝলকও দেখিয়েছে স্যামসাং, যার লক্ষ্য অ্যাপলের প্রত্যাশিত পাতলা আইফোন চালুর আগে এ বছরের প্রথম দিকে ‘গ্যালাক্সি এস২৫ এজ’ স্মার্টফোন বাজারে আনা।
এআইচালিত স্মার্টফোন উন্মোচনের ক্ষেত্রে অ্যাপলের চেয়ে এগিয়ে ছিল স্যামসাং। তবে গত বছর গোটা বিশ্বের স্মার্টফোন বাজারে নিজেদের মুকুট ফিরে পেতে ব্যর্থ হয়েছে কোম্পানিটি।
প্রিমিয়াম বাজারে মার্কিন প্রতিদ্বন্দ্বী ও স্বল্পমূল্যের চীনা বিভিন্ন স্মার্টফোন কোম্পানির সঙ্গে প্রতিযোগিতার কারণে এমনটি ঘটেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
“এআই ফিচার দেওয়ার ক্ষেত্রে অন্যান্য কোম্পানি থেকে এক ধাপ এগিয়ে রয়েছি আমরা। আমি বিশ্বাস করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি,” রয়টার্সকে বলেছেন স্যামসাংয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও ‘ল্যাঙ্গুয়েজ এআই’ দলের প্রধান পার্ক জি-সান।
আরও পড়ুনঃ বিশ্বে প্রথমবারের মতো তিন ভাঁজের স্মার্টফোন আনল হুয়াওয়ে
নতুন ‘গ্যালাক্সি এস২৫’ সিরিজের স্মার্টফোনের দাম ৭৯৯ ডলার থেকে ১২৯৯ ডলারের মধ্যে রেখেছে স্যামসাং।
পার্ক বলেছেন, ডিফল্ট এআই হিসেবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের দেওয়া জেমিনাই ব্যবহৃত হয়েছে নতুন গ্যালাক্সি এস২৫-এ। পাশাপাশি এতে রয়েছে স্যামসাংয়ের আপগ্রেডেড ‘ইন-হাউস’ ভয়েস অ্যাসিস্ট্যান্ট ‘বিক্সবি’। এই দুটি টুল একে অপরের পরিপূরক এবং বিক্সবি স্যামসাং-এর বিভিন্ন পণ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব টুল কোম্পানিটির বিভিন্ন পণ্য অর্থাৎ মোবাইল ফোন থেকে শুরু করে টিভি ও হোম অ্যাপ্লায়েন্সেও রয়েছে।
বাজার বিশ্লেষক কোম্পানি ‘ফরেস্টার’-এর বিশ্লেষক টমাস হিউসন বলেছেন, কোম্পানির বিভিন্ন পণ্য থেকে বিক্সবি’‘কে আলাদা করা স্যামসাংয়ের জন্য কঠিন হবে। তবে এসব এআই ফিচার স্যামসাং ব্র্যান্ডের আশপাশে এক ধরনের ‘হেলো ইফেক্ট’ তৈরি করতে পারে।
আরও পড়ুনঃ
❒ চমকে ভরপুর স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা
❒ ইনফিনিক্স হট ৫০ প্রো গেমিং স্মার্টফোন সাশ্রয়ী মূল্যে বাজারে
❒ স্যামসাং শিগগিরই নতুন স্মার্টফোন নিয়ে হাজির হচ্ছে
❒ গোলাপিসহ ৫ রঙে পাবেন আইফোন ১৬
পার্ক বলেছেন, আরও ব্যক্তিগত পর্যায়ে এআই অভিজ্ঞতা দেবে গ্যালাক্সি এস২৫। যেমন– স্মার্টফোনের মধ্যে থাকা ‘নাও ব্রিফ’ পরিষেবাটি প্রাইভেসির কারণে ফোনে সংরক্ষিত ও আগে থেকে থাকা ব্যক্তিগত ডেটার উপর ভিত্তি করে ক্যালেন্ডার, সংবাদ এবং শোবার ঘরের বাতাসের তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইডের মাত্রার মতো কাস্টমাইজড বিভিন্ন পণ্যের বিবরণ দেখাবে ব্যবহারকারীদের।
একবার নির্দেশনা দিলে এই নতুন স্মার্টফোনটি একাধিক কাজ করতে পারবে। যেমন– আসন্ন বিভিন্ন গেইমিং ইভেন্ট খুঁজে বের করা ও তারপরে সেগুলো ব্যবহারকারীদের ক্যালেন্ডারে যোগ করার মতো বিষয়।
❑ স্মার্টফোন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ সাশ্রয়ী দামে নতুন ফোন আনছে স্যামসাং