Advertisement
আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গুগল Google । ইন্টারনেট যারা বব্যহার করেন তারা সম্ভবত এই শব্দটির সঙ্গে সবচেয়ে বেশি পরিচিত। গুগল ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। Google শব্দটি মূলত গাণিতিক Googol থেকে নেয়া হয়েছে। যার অর্থ ১- এর পর ১০০টি শূণ্য দিলে যা হয় তাই। গুগল কর্তৃপক্ষ ইন্টারনেটের বিশাল তথ্য ভান্ডারের বিশালতাকে উপলদ্বি করানোর জন্য এই নামটি ব্যবহার করেছেন।
- ১৯৯৬ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দু’জন পিএইচডি কোর্সের ছাত্র ল্যারি পেজ এবং সার্গেই ব্রিন এর কাজ শুরু করেন। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর দুই বন্ধু একটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গুগলের প্রতিষ্ঠা করেন।
- ডোমেইন নাম গুগল নিবন্ধিত করা হয় ১৫ই সেপ্টেম্বর, ১৯৯৭ সালে।
- ২০০৪ সালের ১৯ আগস্ট এটি পাবলিক লিমিটেড হিসেবে যাত্রা শুরু করে।
- গুগলের আদি নাম হচ্ছে ‘ব্যাকরাব (Backrub)’
- গুগলের হেডকোয়ার্টার পরিচিত ‘গুগলপ্লেক্স’ নামে এবং এটি অবস্থিত ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে।
- গুগলের সব কিছুই ব্যবসা নয়। সেখানে অনেক মজার বিষয়ও আছে। যেমন ’askew’ এই শব্দটি গুগলে লিখে দেখতে পারেন।
- গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটয়্যার কোম্পানি। বিশেষভাবে গুগল সার্চ ওয়েভের বৃহত্তম এবং শক্তিশালী সার্চ ইঞ্জিন। গুগল এর প্রধান কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় তথ্য সুবিণ্যস্ত করা এবং সেগুলো সর্বসাধারণের জন্য উপযোগী করে প্রকাশ করা। এর মূলমন্ত্র হলো Don’t be evil.
- আরও পড়ুনঃ প্রযুক্তি ব্যক্তিত্ব : মার্ক ইউয়িং
Advertisement