আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গুগল মোটা অংকের ঋণ দিচ্ছে, জানুন আবেদনের উপায় । পৃথিবীর শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল গ্রাহকদের ঋণ দিচ্ছে। গুগল পে অ্যাপের মাধ্যমে এই ঋণ নেওয়া যাবে। তবে এই সুবিধা বাংলাদেশের গুগল ব্যবহারকারীরা পাবেন না। এই সুবিধা চালু হয়েছে ভারতে। সম্প্রতি ভারতে গুগল পে অ্যাপে যোগ হয়েছে ঋণ নেওয়ার সুবিধা। অ্যাপটি থেকে ব্যক্তিগত ঋণ নেওয়া যাবে।
কত টাকা ঋণ নিতে পারবেন?
ভারতের ফেডেরাল ব্যাংক, আইডিএফসি ব্যাংক সহ একাধিক বড় ব্যাংকের পক্ষ থেকে ১০ হাজার রুপি থেকে ১ লাখ রুপি অবধি ঋণ দেওয়া হচ্ছে। ৩৬ মাসের মেয়াদে এই ঋণের ক্ষেত্রে ১৫ শতাংশ সুদ দিতে হবে।
গুগলের ঋণ কীভাবে পাবেন?
আরও পড়ুনঃ গুগলের অনলাইন জরিপে অংশ নিয়ে আয় করার সুযোগ
❑ প্রথমে গুগল পে অ্যাপে গিয়ে মানি অপশনে ক্লিক করতে হবে।
❑ এরপর আপনার স্ক্রিনে লোন অফার সেকশন খুলে যাবে।
❑ এই সেকশনেই রয়েছে প্রি-অ্যাপ্রুভার লোন অফার।
❑ এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী লোন বাছুন এবং ইএমআই অপশন বেছে নিন।
❑ ইএমআই-র আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলো দিন।
❑ অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে আপনার নম্বরে একটি ওটিপি আসবে।
এবার অপেক্ষা ব্যাংকর। তারা আপনার আবেদন যাচাই করে ঋণ দেওয়া হবে কি না, তার সিদ্ধান্ত নেবে।
আবেদন গৃহীত হলে ব্যাংকের পক্ষ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে।
উল্লেখ্য, গুগলপে থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রসেসিং ফি ও লোন স্ট্যাম্প ডিউটি চার্জ প্রত্যাহার করে নেওয়া হয়।
কীভাবে ঋণ পরিশোধ করবেন?
গুগল পের সঙ্গে যেহেতু আপনার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা, তাই ঋণের ক্ষেত্রে ব্যাংকের নিয়মই প্রযোজ্য হবে। ঋণ নেওয়ার সময় আপনি ইএমআই-র যে তারিখ ও অংক বেছে নেবেন, প্রতি মাসে নির্দিষ্ট ওই তারিখেই আপনার অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট অংক কেটে নেওয়া হবে। যদি আপনার অ্যাকাউন্টে ইএমআই-র টাকা না থাকে, তবে এর উপরে জরিমানা বসবে। কমে যাবে ক্রেডিট স্কোরও।
আরও পড়ুনঃ ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আইপি ঠিকানা গোপন রাখবে গুগল