আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: গুগলে আর থাকছে না পাসওয়ার্ড । গুগল (Google) ইন্টারনেট (Internet) জগতের সবচেয়ে বড় নাম। আজ প্রায় প্রতিটি মানুষের অন্যতম প্রয়োজন ও অভ্যাসে পরিণত হয়েছে এই সার্চ ইঞ্জিন। কোনও কিছুর উত্তর জানা না থাকলে চট করে গুগলে সার্চ করে খুঁজে পেতে পারেন যে কেউ। কিছুদিন আগেই গুগল ঘোষণা করেছিল ‘পাসওয়ার্ড’কে (Password) তারা চিরতরে বিদায় জানাতে চলেছে। তার পরিবর্তে আসছে ‘পাস-কি’ (Passkey)। ঘোষণা মতোই এবার পাসওয়ার্ডকে বিদায় জানিয়ে প্রত্যেক ব্যবহারকারীর গুগল অ্যাকাউন্টে ডিফল্ট সাইন-ইন প্রক্রিয়ার জন্য পাসকী চালু করে দিল সার্চ ইঞ্জিন জায়ান্টটি। জেনে নিন, কী এই পাস-কি, আর কীভাবে আপনি তা সেটআপ করবেন।
গুগল পাস-কি- পাসওয়ার্ডের থেকে ‘পাস-কি’ অনেক বেশি সুরক্ষিত। ব্যবহারও সুবিধাজনক। ‘পাস-কি’ গুলি ব্যবহারকারীদের বিভিন্ন গুগল অ্যাপে লগইন করতে দেয় এবং ওয়েবসাইটগুলিতে ঢুঁ মারতে দেয় বায়োমেট্রিক সেন্সর (ফেশিয়াল রিকগনিশন বা ফিঙ্গারপ্রিন্ট), প্যাটার্ন, পিনের মাধ্যমে। অর্থাৎ গুগল ব্যবহারকারীদের এবার লগইন করতে আর পাসওয়ার্ড মনে রাখতে হবে না।
আরও পড়ুনঃ উদ্ভাবনী কাজে আইসিটি বিভাগের ফেলোশিপ-অনুদান
গুগল জানিয়েছে, তবুও পাসওয়ার্ড আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে থাকবে। ইউজাররা চাইলে আগের মতোই পাসওয়ার্ড ব্যবহার করে তাঁদের অ্যাকাউন্টে লগইন করতে পারেন। শুধু তাই নয়। তাঁরা যদি পাসকী ব্যবহার করতে না চান, তাহলে তার পরিবর্তে পাসওয়ার্ডই ব্যবহার করতে পারেন। অর্থাৎ পাসওয়ার্ড নাকি ‘পাস-কি’ কী ব্যবহার করবেন, তা বেছে নেওয়ার দায়িত্ব ব্যবহারকারীদের।
গুগলের দুই প্রোডাক্ট ম্যানেজার ক্রিশ্চিয়ান ব্র্যান্ড এবং শ্রীরাম কারা জানিয়েছেন, পার্সোনাল গুগল অ্যাকাউন্টগুলির জন্য ‘পাস-কি’ কখনই ডিফল্ট অপশন নয়। তাঁদের দাবি, “‘পাস-কি’ নিয়ে আমরা ব্যবহারকারীদের কাছ থেকে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি। তাই আমরা এটিকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে অ্যাক্সেসিবল করতে চাইছি।” তাঁদের আরও দাবি, “আপনি এরপরের বার থেকে যখন গুগল অ্যাকাউন্টে লগইন করবেন, তখন আপনি ‘পাস-কি’ তৈরি ও তার ব্যবহারের নিরিখে একটি প্রম্পট দেখতে পাবেন। এই পদ্ধতি ভবিষ্যতে আপনার সাইন-ইন আরও সুরক্ষিত করবে।”
যেভাবে আপনার গুগল অ্যাকাউন্টে পাসকি সেট আপ করবেন
✪ এজন্য আপনাকে প্রথমেই যেতে হবে g.co/passkeys-এ।
✪ যদি অ্যান্ড্রয়েড ফোনে সাইন-ইন করে রাখেন, সেক্ষেত্রে পাসকি রেজিস্টার করা হতে পারে অটোমেটিক্যালি।
✪ পাসকি ব্যবহার করার জন্য আপনাকে ‘ইউজ পাসকি’ অপশনে ট্যাপ করতে হবে। আবার পাসকি ব্যবহার করতে আপনাকে ট্যাপ করতে হবে ‘ক্রিয়েট অ্যা পাসকি’ অপশনে।
ইউটিউব থেকে শুরু করে সার্চ, ম্যাপ, নাও, উবর এবং ইবে-র মতো গুগল অ্যাপগুলো এরই মধ্যেই তাদের প্ল্যাটফর্মে পাসকি চালু করেছে। ইউটিউবও খুব শিগগির পাসকি সাপোর্ট করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ বন্ধ থাকা অর্ধকোটি সিম বিক্রি নিয়ে জটিলতা