আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক : ক্যামেরার ফিল্ম থেকে সরাসরি ছবি স্ক্যান । পুরোনো দিনের অ্যানালগ ক্যামেরায় তোলা ছবিগুলো ডিজিটাল ফরম্যাটে পরিবর্তন করে সংরক্ষণ করেন অনেকেই। অ্যালবামে রাখা ছবিগুলো স্ক্যান করলেও সেগুলোর মান সব সময় ভালো হয় না। আর তাই অনেকেই স্ক্যান করা ছবিগুলো ফটোশপ বা বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনা করেন। কিন্তু সম্পাদনার কারণে ছবিগুলোর নিজস্ব স্বকীয়তা নষ্ট হয়ে যায়। তবে চিন্তার কিছু নেই, এবার অ্যানালগ ক্যামেরার ফিল্ম থেকে সরাসরি ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের সুযোগ দেবে ‘কোডাক স্লাইড এন স্ক্যান ডিজিটাল ফিল্ম স্ক্যানার’।
আরও পড়ুনঃ বোল্ট নিয়ে এলো গোলাপি ইয়ারবাড
একসময়ের জনপ্রিয় ক্যামেরা ও ফিল্ম নির্মাতাপ্রতিষ্ঠান কোডাকের তৈরি স্ক্যানারটির ব্যবহার পদ্ধতি বেশ সহজ। স্ক্যানারটির ভেতর ক্যামেরার ফিল্ম ঢোকালেই এলসিডি পর্দায় ছবি দেখা যায়। ফলে ব্যবহারকারীরা চাইলে ফিল্মে থাকা নির্দিষ্ট ছবি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করতে পারেন।
ফিল্মে থাকা সাদাকালো ও রঙিন ছবি স্ক্যান করতে সক্ষম স্ক্যানারটি থেকে তথ্য ডেটা কেব্লের মাধ্যমে সরাসরি কম্পিউটার বা স্মার্টফোনে পাঠানো যায়। ফলে পুরোনো আলোকচিত্র সহজেই ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে সংরক্ষণ করা সম্ভব। স্ক্যান করার সময় ছবির রেজল্যুশনও বাড়ানো যায় স্ক্যানারটিতে। ফলে ছবিগুলোর মান ভালো হয়। স্ক্যানারটির দাম ১৮০ ডলার।
সূত্র: ম্যাশেবল
আরও পড়ুনঃ প্লাটিলেট বাড়াতে ডেঙ্গু রোগীরা যেসব খাবার খাবেন