আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ওয়েবসাইট কত র্যাম ব্যবহার করছে জেনে নিন । আমরা যে ওয়েবসাইটই ব্যবহার করি না কেন, তা চালু থাকা অবস্থায় যন্ত্রের র্যাম ব্যবহার করতে থাকে। আর তাই ব্রাউজারে একসঙ্গে একাধিক ট্যাব চালু থাকলে র্যামও ব্যবহৃত হয় বেশি।
সম্প্রতি ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণে চালু থাকা প্রতিটি ওয়েবসাইট কত র্যাম ব্যবহার করছে, তা আলাদাভাবে জানার সুযোগ চালু করেছে গুগল। এ সুবিধা কাজে লাগিয়ে কোন ওয়েবসাইটের কারণে কম্পিউটারের র্যামের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে, তা সহজে জানা সম্ভব। এর ফলে প্রয়োজনের সময় নির্দিষ্ট ওয়েবসাইট বন্ধ করে কম্পিউটারের র্যামের ওপর চাপ কমানো যায়।
আরও পড়ুনঃ সস্তায় বিমানের টিকিট কেনার কৌশল
❖ ওয়েবসাইটে ব্যবহৃত র্যামের পরিমাণ দেখার জন্য প্রথমে ক্রোম ব্রাউজারের ওপরের ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করতে হবে।
❖ এরপর নিচে স্ক্রল করে সেটিংস অপশন নির্বাচন করে পরের পৃষ্ঠার বাঁ দিকে থাকা ‘পারফরম্যান্স ট্যাব’–এ ক্লিক করতে হবে।
❖ এবার প্রদর্শিত অপশন থেকে মেমোরি সেভার টগলটি চালু করতে হবে।
❖ এরপর গুগল ক্রোম ব্রাউজারে চালু থাকা প্রতিটি ওয়েবসাইটের ট্যাবের ওপর মাউস রাখলেই একটি পপআপ বক্স দেখা যাবে।
❖ এই বক্সের একেবারে নিচে ব্যবহৃত র্যামের পরিমাণ দেখতে পারবেন ব্যবহারকারীরা।
আরও পড়ুনঃ র্যাপিড পাস কি? কিভাবে ব্যবহার করবেন?