আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এ বছর গেইম দুনিয়ায় আসছে তিন চমক । ২০২৫ সাল হতে পারে গেইম খাতের জন্য বড় ও গুরুত্বপূর্ণ এক বছর, যেখানে আসন্ন কিছু প্রকাশের ওপরভিত্তি করে ঘুড়ে দাঁড়াবে এ খাত।
২০২৪ সাল গেইম খাতের জন্য ছিল কঠিন এক বছর। বিশ্বব্যাপী বন্ধ হয়েছে বিভিন্ন গেইম স্টুডিও এবং ছাঁটাই হয়েছেন হাজার হাজার কর্মী। আগামী বছর পরিস্থিতি অন্তত আংশিক বদলাবে বলে অনেকেই ধারণা প্রকাশ করেছেন। গেইমখাতে আগামী বছরের তিনটি বড় চমক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। চলুন জেনে নেওয়া যাক সেসবের বিস্তারিত।
গ্র্যান্ড থেফট অটো ৬
অ্যাকশন গেইম গ্র্যান্ড থেফট অটো ৬ বা জিটিএ ৬ প্রকাশের জন্য অপেক্ষা করছেন সম্ভবত লাখ লাখ গেইমার।
গেইমটির আগের সংস্করণ জিটিএ ৫ প্রকাশের ১২ বছর পর আগামী শরতে মুক্তির কথা রয়েছে বহুল প্রতীক্ষিত এ গেইমের। এর আগে অবশ্য বিভিন্ন তারিখ ঘোষণা হলেও কয়েক দফায় তা পিছিয়েছে।
এরইমধ্যে প্রকাশিত গেইমটির ট্রেইলার ভেঙেছে কয়েকটি রেকর্ড। গত ডিসেম্বরে প্রকাশিত ট্রেইলারটি মাত্র ২৪ ঘণ্টায় নয় কোটি ভিউ সংগ্রহ করে। মুক্তির পর গেইমটির আরও কিছু রেকর্ড ভাঙতে পারে।
“গেইমটির জন্য মানুষের প্রত্যাশা পরিমাপ করা অসম্ভব।” – বলেছেন গেইম বিষয়ট সাইট গেইমইন্ডাস্ট্রি ডটবিজ-এর এডিটর-ইন-চিফ জেমস ব্যাচেলর।
“এটি নিঃসন্দেহে সর্বকালের সবচেয়ে বড় গেইম রিলিজগুলোর অন্যতম হতে যাচ্ছে।”
দুই প্রোটাগনিস্ট ও মার্কিন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অনুপ্রাণিত কাল্পনিক শহর লিওনিডার কিছু দৃশ্যের বাইরে নতুন গেইম সম্পর্কে তেমন কিছুই প্রকাশ করেনি জিটিএ সিরিজের নির্মাতা স্টুডিও রকস্টার।
বেশিরভাগ ভক্তের মনে বড় প্রশ্ন হল গেইম প্রকাশের তারিখ আবার পেছাবে কি না, যেমনটি রকস্টারের আগের বড় টাইটেলের বেলায় হয়েছে।
“যদি গ্রিষ্মের ভেতর না প্রকাশ পায় এবং অবশ্যই যদি অগাস্টের শেষ নাগাদ কিছুই না আসে। তবে, খুব সম্ভবত এটি ২০২৬ সালে পিছিয়ে যেতে পারে।” – বলেছেন জেমস।
আরও পড়ুনঃ ২০২৩ সালের সেরা অ্যান্ড্রয়েড গেমস
নতুন নিনটেন্ডো সুইচ
নিনটেন্ডোর পরবর্তী কনসোল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে যা জানা গেছে তা হল এটি সত্যিই আসছে এবং বর্তমান সুইচ কনসোলের গেইম এতে কাজ করবে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি। এখন পর্যন্ত এর আনুষ্ঠানিক নামকরণও হয়নি। তবে, ভক্তরা এটিকে নিনটেন্ডো সুইচ ২ বলে ডাকছে।
বিভিন্ন গুজব সত্ত্বেও এ মেশিনের সক্ষমতা রহস্যই রয়ে গেছে এবং কোম্পানিটি মার্চের শেষ নাগাদ এ বিষয়ে কিছু আনুষ্ঠানিক ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছে। তবে, একটি ধারণা রয়েছে যে নিনটেন্ডো আসল সুইচে অনেক বড় পরিবর্তন আনতে চাইবে না। ২০১৭ সালে প্রকাশের পর এটি অন্তত ১৪ কোটি ৬০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।
বিশেষজ্ঞ জেমস যুক্তি দিয়েছেন, এমন ধারণার পেছনের কারণ মূলত প্রথম সুইচের জন্য তৈরি করা গেইম এটিতে খেলতে পারার বিষয়টি। এটিই পরামর্শ দেয় যে নতুন কনসোলে আগের থেকে অনেক পরিবর্তন না হাওয়ার সম্ভাবনাই বেশি।
এ কৌশলের একটি বিপদ রয়েছে বলেও জানান জেমস। গ্রাহকদের বাড়িতে থাকা কনসোলের সঙ্গে নতুন কনসোলের পার্থক্য অনেকেই বুঝতে পারবেন না।
ইস্পোর্টস অলিম্পিকস
২০২৫ সালে গেইম খাতে দেখার মতো আরেকটি বড় মুহুর্ত হতে চলেছে অলিম্পিক ইস্পোর্টস গেইমস। এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে।
“আমি মনে করি এটি গুরুত্বপূর্ণ কারণ, অলিম্পিক প্রথাগতভাবে ইস্পোর্টসের প্রতি তেমন অগ্রহী ছিল না।” – বলেছেন ‘ভিডিও গেইম ইন্ডাস্ট্রি মেমো’ নামের নিউজলেটারের পরামর্শদাতা ও লেখক জর্জ অসবর্ন।
বছরের পর বছর প্রচারণা চালানোর পর আন্তর্জাতিক অলিম্পিক কমিটি গেইমিং সংস্করণ আয়োজন করার জন্য সৌদি আরবের সঙ্গে ১২ বছরের চুক্তি করে বলে লিখেছে বিবিসি।
২০২৪ সালের গ্রীষ্মে প্রথমবারের মতো ইস্পোর্টস বিশ্বকাপ অনুষ্ঠিত হয় দেশটিতে। তবে, জর্জের মতে এ আয়োজন ব্যাপক আকারে দর্শকদের টানতে পারেনি।
“আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং অলিম্পিক মুভমেন্টের আনুষ্ঠানিক ব্র্যান্ডিং আলাদা কোনো প্রভাব তৈরি করবে কিনা সেটিই দেখার বিষয় হবে।” – বলেছেন জর্জ।
আরও পড়ুনঃ
❒ স্মার্টফোনে ভালো ছবি তোলার ৬ অ্যাপ
❒ ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ আসবে ২০২৫ সালের শরতে
❒ ‘অ্যামাজন ওয়ান’ অ্যাপ হাতের ইশারায় লেনদেন
❒ ফটোম্যাথ অ্যাপে পাবেন গণিতের সহজ সমাধান
সৌদি আরবের মানবাধিকার রেকর্ডের প্রতিবাদে কিছু ভক্ত, খেলোয়াড় এবং ধারাভাষ্যকার ইস্পোর্টস বিশ্বকাপ বয়কট করেন।
জর্জ আরও বলেন, ইস্পোর্টস অলিম্পিক ‘স্পোর্টস ওয়াশিং’ সম্পর্কে নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। ‘স্পোর্টস ওয়াশিং’ হল একটি ধারণা যে সৌদি আরব বিশাল সম্পদ ব্যবহার করে খেলাধুলা ও বিনোদনে বিনিয়োগ করে দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করতে চায়, তবে, দেশটি বরাবর এটি অস্বীকার করেছে বলে প্রতিবেদনে লিখেছে বিবিসি।
“এটি বেশ অদ্ভুত এক পরিস্থিতি।” – বলেন জর্জ।
“আলাদা অলিম্পিক আয়োজন ইস্পোর্টসের জন্য বিশাল এক মুহূর্ত। এটি সত্যিই আকর্ষণীয়। কিন্তু, সৌদি আরব অর্থায়ন করেছে বলেই এটি সম্ভব হয়েছে।”
❑ অ্যান্ড্রয়েড গেইমস ও অ্যাপস থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ২০২৪ সালে অ্যাপলের সেরা অ্যাপ ও গেমস