আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এসার কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন ২ ল্যাপটপ আনল । দেশের বাজারে এআই (AI) প্রযুক্তি সমৃদ্ধ এসার ব্র্যান্ডের সুইফট গো ১৪ সিরিজের নতুন দুইটি ল্যাপটপ নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।
ল্যাপটপ দুইটির মডেল যথাক্রমে এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি।
ল্যাপটপগুলোতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আলট্রা ৫ ১২৫এইচ এবং ৭ ১৫৫এইচ প্রসেসর, যা ৪.৫ গিগা হার্জ থেকে ৪.৮ গিগা হার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম।
স্টোরেজ হিসেবে রয়েছে যথাক্রমে ৫১২জিবি এবং ১ টেরাবাইট জেন৪ এনভিএমই এসএসডি। দুটো ল্যাপটপেই ব্যবহৃত হয়েছে ১৬জিবি অনবোর্ড র্যাম।
আরও পড়ুনঃ
❒ এআই বৈশিষ্ট্য যুক্ত নতুন ল্যাপটপ আনল এইচপি
❒ স্যামসাং গ্যালাক্সি বুক ৪ আল্ট্রা ল্যাপটপে চমক আছে
❒ স্যামসাং গ্যালাক্সি বুক ৪ এজ ল্যাপটপ গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে
❒ টাচ স্ক্রিন যুক্ত ম্যাকবুক আনছে অ্যাপল
আরও রয়েছে বিল্ট-ইন ইন্টেল আর্ক গ্রাফিক্স, ১৪ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে, উইন্ডোজ ১১ হোম অপারেটিং সিস্টেম এবং মাইক্রোসফট অফিস।
সিলভার কালারের এই ল্যাপটপ দুইটিতেই রয়েছে ২ বছরের বিক্রয় পরবর্তী সেবা।
এসার সুইফট গো এসএফজি ১৪-৭৩ এবং এসএফজি ১৪-৭৩টি এর সর্বোচ্চ খুচরা মূল্য যথাক্রমে ১ লাখ ৩২ হাজার এবং ১ লাখ ৫০ হাজার টাকা।
❑ ল্যাপটপ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ লেনোভো নতুন গেমিং ল্যাপটপ নিয়ে এলো বাজারে