আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ । অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তায় পূর্বনির্ধারিত সময়ে এশিয়া কাপের স্কোয়াড দিতে পারেননি নির্বাচকরা। অবশেষে ওয়ানডে অধিনায়ক নির্ধারিত হওয়ায় এবার এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে বিসিবি।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে দল ঘোষণা করেন নির্বাচকরা। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আজই দল জমা দেওয়ার শেষ দিন। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেন। যে দলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। এই দলে একমাত্র নতুন মুখ তানজিদ।
তানজিদের সুযোগ পাওয়ার পাশাপাশি বড় আলোচনা মাহমুদউল্লাহর সুযোগ না পাওয়া। গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছিল তাকে। সেই থেকে তার টানা বিশ্রাম চলছেই। গত কিছুদিনে অবশ্য মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফিটনেস ক্যাম্পে ছিলেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান। তবে মূল দলে ফেরা হলো না।
দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানান, লম্বা আলোচনার পর শেষ পর্যন্ত ফেরানো হয়নি মাহমুদউল্লাহকে।
আরও পড়ুনঃ বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক সাকিব
তানজিদ ছাড়া দলে আরও একজন আছেন, যিনি কখনও ওয়ানডে খেলেননি- শামীম হোসেন। গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অনেকটা হুট করেই নেওয়া হয়েছিল আগ্রাসী এই ব্যাটসম্যানকে। পরে বাদও পড়ে যান। এখন আবার সুযোগ পেলেন ওয়ানডে ক্যারিয়ার শুরু করার। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি বেশ ভালো ফর্মে আছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।
দলে ফেরা শেখ মেহেদি হাসান ২০২১ সালে বাংলাদেশের হয়ে খেলেছেন ৩টি ওয়ানডে। গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে খেলেছেন তিনিও।
গত কিছুদিন ধরে তাইজুল ইসলাম ও নাসুম আহমেদকে নিয়ে যে ‘মিউজিক্যাল চেয়ার’ খেলা চলছে, তাতে এবার দুয়ার খুলেছে নাসুমের জন্য। প্রধান নির্বাচক জানান, এশিয়া কাপের নিষ্প্রাণ উইকেট ভাবনায় রেখে একটু রক্ষণাত্মক বোলিংয়ের ভাবনায় নেওয়া হয়েছে নাসুমকে। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেট নিলেও বাদ পড়েছেন তাইজুল।
তাইজুলকে অবশ্য ‘স্ট্যান্ড বাই’ রাখা হয়েছে সাইফ হাসান ও তানজিম হাসানের সঙ্গে। আফগানদের বিপক্ষে ওই ম্যাচেই চোটের কারণে ছিটকে যাওয়া পেসার ইবাদত হোসেনও ফিরেছেন অনুমিতভাবেই। তাইজুল ছাড়া বাদ পড়েছেন রনি তালুকদার। সবশেষ সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়লেন এই ওপেনার।
এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ অগাস্ট পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে, পরেরটি ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে লাহোরে।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, নাঈম শেখ।
নতুন মুখ: তানজিদ হাসান।
বাদ: রনি তালুকদার, তাইজুল ইসলাম।
ফেরা: নাসুম আহমেদ, শেখ মেহেদি হাসান, শামীম হোসেন, ইবাদত হোসেন।
আরও পড়ুনঃ ষাট গম্বুজ মসজিদ, বাগেরহাট