আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এলিয়েনের খোঁজে মহাকাশযান পাঠাল নাসা । ভিন গ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মহাকাশের কোথায় কোনো এলিয়েনের অস্তিত্ব পাওয়া যায় কিনা তা নিয়ে বহু বছর ধরেই চলছে নানা গবেষণা।
খোঁজাখুঁজিও চলছে হরদম। এবার এ রহস্য উন্মোচন করতে ইউরোপা ক্লিপার নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
স্থানীয় সময় সোমবার (১৪ অক্টোবর) দুপুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে ইউরোপা ক্লিপার নামের একটি মহাকাশযান উৎক্ষেপণ করা হয়েছে।
আরও পড়ুনঃ নাসার নতুন তথ্য : এলিয়েন আছে নাকি নেই?
বিজ্ঞানীদের ধারণা, উপগ্রহটির বরফের নিচে একটি বিশাল লবণাক্ত মহাসাগর থাকতে পারে। ইউরোপার বাসযোগ্যতা নিয়ে গবেষণা করতেই চালানো হচ্ছে এই অভিযান।
ইউরোপা ক্লিপার সর্বকালের সবচেয়ে বড় গ্রহ অনুসন্ধান মহাকাশযান বলে জানিয়েছে নাসা। প্রায় ছয় হাজার কেজি ওজনের মহাকাশযানটিতে ভূতাত্ত্বিক জরিপ পরিচালনার জন্য ক্যামেরাসহ থার্মাল বা তাপীয় ইমেজিং সিস্টেম রয়েছে। গ্যাস ও পৃষ্ঠের রাসায়নিক গঠন পরীক্ষা করতে রয়েছে স্পেকট্রোমিটার।
আরও পড়ুনঃ
❒ ২০ বছরের মধ্যেই আসবে এলিয়েন!
❒ ভিনগ্রহে কি সত্যিই কোনো প্রাণী বা এলিয়েন বাস করে!
❒ ৮০০ কোটি বছর আগের রেডিও তরঙ্গ এলো পৃথিবীতে
❒ ভিনগ্রহে কি সত্যিই কোনো প্রাণী বা এলিয়েন বাস করে!
সবকিছু ঠিক থাকলে ২০৩০ সালের এপ্রিল মাসে মহাকাশযানটি ইউরোপার আকাশে পৌঁছাবে। এরপর ৫০ বার উপগ্রহটি প্রদক্ষিণ করবে। উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি বরফের স্তরের নিচে পানির প্রবাহ এবং তাপের উৎসগুলোর অবস্থান নির্ণয় করতে সহায়তা করবে বলে জানিয়েছে নাসা।
❑ অবাক বিশ্ব থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ প্রায় ৪১ হাজার বছর আগের ভূচৌম্বকীয় শব্দ নতুন করে তৈরি