আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এবার গাড়িতে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি । স্মার্টফোন বা কম্পিউটারের পাশাপাশি গাড়িতে সরাসরি চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ চালুর উদ্যোগ নিয়েছে জার্মানির জনপ্রিয় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেই তাদের নির্দিষ্ট মডেলের গাড়িতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ যুক্ত করা হবে।
প্রাথমিকভাবে ইউরোপের ভক্সওয়াগন ব্যবহারকারীরা এ সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের বাজারেও একই ধরনের সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
ভক্সওয়াগনের তথ্যমতে, ওপেনএআইয়ের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটজিপিটি চ্যাটবটটি গাড়িতে মূলত ‘ইন-কার ভয়েস অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে কাজ করবে।
আরও পড়ুনঃ ২০২৪ সালের জন্য সেরা ছয় গাড়ি
এর ফলে চালকেরা সহজেই চ্যাটজিপিটির মাধ্যমে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশের কার্যকারিতা জানার পাশাপাশি সেগুলো মেরামতের দিকনির্দেশনা জানতে পারবেন। শুধু তা–ই নয়, শীতাতপব্যবস্থা চালু বা বন্ধ করার পাশাপাশি পথচলার সময় বিভিন্ন তথ্য দিয়েও চালকদের সহায়তা করবে চ্যাটজিপিটি।
জানা গেছে, ভক্সওয়াগন গাড়িতে বিল্টইনভাবে চ্যাটজিপিটি যুক্ত করা হবে, ফলে ব্যবহারের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে না। চালক ‘হেই আইডিএ’ উচ্চারণ করলেই সাড়া দেবে চ্যাটজিপিটি।
অর্থাৎ চ্যাটজিপিটি ব্যবহারের জন্য প্রতিবার লগইন করতে হবে না। চ্যাটজিপিটির সঙ্গে আদান-প্রদান করা তথ্য চাইলে মুছেও ফেলা যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকবে।
বর্তমানে অ্যালেক্সা ও গুগলের ভয়েস কমান্ডের মতো বিভিন্ন প্রযুক্তি গাড়িতে ব্যবহার করা যায়। গাড়িতে চ্যাটজিপিটি ব্যবহারের সুযোগ চালু হলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও বেশি সুবিধা পাওয়া যাবে।
সূত্র: নিউজ১৮ডটকম
আরও পড়ুনঃ ২০২৩ সালে দেশের বাজারে আলোচিত ৫ মোটরবাইক