আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এনভিডিয়া ক্রয় করে নিল ইসরায়েলি এআই কোম্পানি । ইসরায়েলি এআই কোম্পানি ‘রান:এআই’কে কিনে নিয়েছে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। কয়েক মাস ধরে চলা নিয়ন্ত্রক সংস্থার তদন্ত শেষে সবুজ সংকেত পাওয়ার পর ৭০ কোটি মার্কিন ডলারে এ ক্রয় সম্পন্ন হয়েছে। রান:এআইয়ের বরাত দিয়ে সোমবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রাথমিকভাবে এ চুক্তির বিষয়ে ঘোষণা এসেছিল এ বছরের এপ্রিলে। এআই হার্ডওয়্যার ও সফটওয়্যার বাজারে প্রতিযোগিতার শ্বাসরোধ করতে পারে এই চুক্তি— এমন উদ্বেগ দূর হওয়ার পর এ মাসের শুরুতে ইউরোপীয় কমিশনের কাছ থেকে শর্তহীন অনুমোদন পেয়েছে এটি।
ইইউ’র নিয়ন্ত্রক সংস্থা বলেছে, এ অধিগ্রহণটি প্রতিযোগিতার বাজারে দুশ্চিন্তা বাড়াবে না। বরং বাজারে প্রতিযোগিতার পথকে বড় করবে।
এ চুক্তির তদন্তে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ-এর বাজারের উপর এনভিডিয়া’র নিয়ন্ত্রণ আরও জোরদার করতে পারে কি না এমন বিষয়ের ওপর গুরুত্ব দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি।
এআই গ্রাফিক্স প্রসেসর বা চিপের বাজারে আধিপত্য বিস্তার করছে এনভিডিয়া। বাজারের প্রায় ৮০ শতাংশ চিপ জায়ান্ট নিয়ন্ত্রণ করে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আরও পড়ুনঃ
❒ ‘হোয়াইট হাউজ এআই ও ক্রিপ্টো জার’-নতুন পদের দায়িত্বে ডেভিড স্যাকস
❒ ‘ব্রেইন রট’ অক্সফোর্ডে ২০২৪ সালের সেরা শব্দ
❒ আতঙ্কের প্রতীক হয়ে উঠছে ‘ডিজিটাল অ্যারেস্ট’
❒ বিদ্যুৎচালিত গাড়ির জন্য ‘সলিড-স্টেট’ ব্যাটারি আনবে হোন্ডা
তবে ইউরোপীয় কমিশন ডিসেম্বরের শুরুতে এ সিদ্ধান্তে পৌঁছে যে, ‘রান:এআই’য়ের কেনার বিষয়টি বাজার প্রতিযোগিতা নিয়ে মাথাব্যথা বাড়াবে না।
এর আগে অগাস্টে পলিটিকো প্রতিবেদনে লিখেছে, নিয়ন্ত্রক সংস্থার অজুহাতে এনভিডিয়ার ‘রান:এআই’ কেনার বিষয়টি তদন্ত করছে মার্কিন বিচার বিভাগও।
সম্প্রতি টেক জায়ান্টদের বিভিন্ন দেশের স্টার্ট-আপ কেনার বিষয়ে তদন্তের পরিসর বাড়িয়েছে আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের উভয় প্রান্তের নিয়ন্ত্রক সংস্থারা। কারণ হচ্ছে, এ ধরনের চুক্তি বাজার প্রতিযোগিতা বন্ধ করে দিতে পারে।
এদিকে, এক ব্লগ পোস্টে রান:এআই বলেছে, নিজেদের সফটওয়্যারকে ওপেন সোর্স হিসেবে তৈরির পরিকল্পনা করছে তারা।
❑ প্রযুক্তি সংবাদ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ছয়শ কোটি ডলারের নতুন তহবিল পেল এক্সএআই