আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ । মাধ্যমিক বিদ্যালয়ের (এসএসসি ও সমমান) সদ্য পাসকৃত ছাত্র-ছাত্রীদের ২০২৩-২০২৪ সেশনে উচ্চ মাধ্যমিকে ভর্তির জন্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া আগষ্টের শুরু হবে এবং শেষ হবে আগষ্টের মাঝামাঝিতে। এ বছর একাদশ শ্রেনিতে ভর্তির জন্যে কলেজগুলিতে ২৫ লাখের বেশি আসন খালি আছে, যেখানে ১৬ লাখ ৪১ হাজার ১৪০জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় পাশ করেছে।
শিক্ষার্থী বা তাদের অভিভাবকগন নিন্ম বর্ণীত উচ্চ মাধ্যমিকে ভর্তির ওয়েবসাইটে গিয়ে ভর্তির আবেদন ফরম পুরন করে পছন্দকৃত কলেজে ভর্তির জন্যে আবেদন করতে পারবেন। যেসব শিক্ষার্থী ২০২১, ২০২২ ও ২০২৩ সালে যে কোন শিক্ষা বোর্ড হতে এসএসসি পাস করেছে এবং যারা ২০২০, ২০২১, ২০২২ সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি পাস করেছে তারা ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ভর্তির জন্যে যোগ্য বলে বিবেচিত হবে। উচ্চ মাধ্যমিক কলেজ গুলি খালি আসন সাপেক্ষে মেধা তালিকা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি গ্রহন করবে। অর্থাৎ আবেদন প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর মেধা তালিকা অনুযায়ী ভর্তির রেজাল্ট প্রকাশ করা হবে এবং তা থেকে কলেজগুলি ভর্তি গ্রহন করবে। উল্লেখ্য যে ডিসেম্বরের কত তারিখে এসএসসি, দাখিল ও এসএসসি রেজাল্ট প্রকাশিত হবে তার উপর নির্ভর করে ভর্তির আবেদন কার্যক্রম শুরু হয়। ভর্তির অনলাইন আবেদন ফি ১৫০ টাকা এবং সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজকে পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করতে পারবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্যে কলেজে গুলি আলাদা কোন ভর্তি পরীক্ষা নিয়ে মেধা যাচাই করতে পারবে না। কেন্দ্রীয় ভর্তি নীতিমালাই সকল সরকারী ও বেসরকারী কলেজের জন্যে প্রযোজ্য।
এইচএসসিতে ভর্তির সংক্ষিপ্ত পরিচিতি: (সম্ভাব্য তারিখ সমুহ) | |
ভর্তি আবেদন শুরু | ১০ই আগস্ট ২০২৩ |
ভর্তি আবেদন শেষ | ২০ই আগস্ট ২০২৩ |
আবেদন ফি | ১৫০/- |
কলেজ নির্বাচন (সর্বোচ্চ) | ১০টি |
প্রথম মেধাতালিকা প্রকাশ | ৩১শে আগস্ট ২০২৩ |
ভর্তি নিশ্চায়ন | ১-৮ সেপ্টেম্বর ২০২৩ |
২য় ও ৩য় পর্যায়ের আবেদন | — সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত |
২য় ও ৩য় মেধা তালিকা প্রকাশ | — সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ৮ টা পর্যন্ত |
ক্লাস শুরু | |
আবেদন করার লিংক | এখানে আবেদন করুন |
সুত্র | www.xiclassadmission.gov.bd |
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত এখানে দেখ
একাদশ শ্রেণিতে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত এখানে দেখ | ||
১ | ভর্তি ফরম। এটা ভর্তি হওয়ার সময় কলেজ থেকে সংগ্রহ করতে হবে। | ১ কপি |
২ | এসএসসি মূল মার্কশীট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট – মূল কপি সহ ফটোকপি | ২ কপি |
৩ | এসএসসি মূল প্রসংশাপত্র বা টেস্টিমোনিয়াল – মূল কপি সহ ফটোকপি | ২ কপি |
৪ | এসএসসি মূল প্রবেশপত্র বা এডমিট কার্ড – মূল কপি সহ ফটোকপি | ২ কপি |
৫ | এসএসসি রেজিস্ট্রেশন কার্ড— ফটোকপি | ২ কপি |
৬ | পিতা ও মাতার ভোটার আইডি কার্ড- ফটোকপি | ২ কপি |
৭ | শিক্ষার্থীর জন্ম নিবন্ধন কার্ড- ফটোকপি | ২ কপি |
৮ | শিক্ষার্থীর পাসপোর্ট সাইয এবং স্ট্যাম্প সাইজ ছবি | ৪ কপি |
৯ | অভিভাবকের পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইয ছবি | ২ কপি |
১০ | সিকিউরিটি কোড। আবেদনের সময় এটা মেসেজে পাওয়া যাবে। | |
১১ | একটি সচল মোবাইল নম্বর। | +৮৮০১ |
১২ | শিক্ষা বিরতির মূল সনদপত্র (যারা ২০২১ ও ২০২২ সালে SSC পাশ করেছে) | |
১৩ | কোটার মূল সনদপত্র (যারা কোটায় আবেদন করেছে, তাদের জন্য) |
আরও পড়ুনঃ এইচএসসি ২০২৩ সালের পরীক্ষার রুটিন প্রকাশ