একযুগ পেরিয়ে আইসিটি ওয়ার্ল্ড নিউজ
দেখতে দেখতে পার হয়ে গেল আরও একটা বছর, তের বছরে পা রাখলো আইসিটি ওয়ার্ল্ড নিউজ। ‘প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে’ এ স্লোগান ধারণ করে যাত্রা শুরু করেছিল ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি । পাঠকের ভালোবাসায় একযুগের পথচলা, এই ত্রয়োদশ বর্ষে পদার্পণ।
আমাদের দেশের মতো একটি দেশে অনলাইনে প্রযুক্তি নির্ভর একটি পত্রিকা নিয়ে টিকে থাকা সত্যিই অনেক সংগ্রামের ব্যাপার, সেদিক থেকে আইসিটি ওয়ার্ল্ড নিউজ সত্যি প্রশংসার দাবিদার। আত্মপ্রকাশের সময় পাঠকমহলে যে আগ্রহ ছিল, আজ ও সেই আগ্রহের কোনো কমতি নেই বরং দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। আর সে জন্য আমরা কৃর্তজ্ঞ আইসিটি ওয়ার্ল্ড নিউজ এর কর্তপক্ষের কাছে।
অনলাইন নির্ভর পাঠকের আগ্রহ ও চাহিদা থাকে অনেক বেশি । পাঠকের সেই আগ্রহের জায়গাটি স্পর্শ করা, জানার তৃষ্ণা মেটানোই একটি পত্রিকার আরাধ্য হওয়া উচিত। আইসিটি ওয়ার্ল্ড নিউজ বরাবরই এ ব্যাপারে সচেষ্ট থেকেছে।
চেষ্টা করেছে পাঠকের জ্ঞানের তৃষ্ণা ও জানার আকাঙ্ক্ষা মিটিয়ে পাঠক হৃদয়ে একটি ভালোবাসা ও ভালো লাগার জায়গা করে নিতে। গত একযুগ পাঠকের তৃষ্ণা নিবারণের ভেতর দিয়ে তাদের মন স্পর্শ করতে চেয়েছে আইসিটি ওয়ার্ল্ড নিউজ। সব সময় চেষ্টা করেছে পাঠকের চাহিদা পূরণে। তুলে ধরেছে আইটি দুনিয়ার সর্বশেষ সব নতুন সংবাদ।
একুশ শতকে, আজকের দিনে পৃথিবী প্রযুক্তিতে অনেক অগ্রসর। আর সেই প্রযুক্তি দুনিয়ার সব খবর সবার আগে পোঁছে দেয় আইসিটি ওয়ার্ল্ড নিউজ। প্রতিদিনই অগ্রসর হচ্ছে সমাজ ও মানুষের আবিস্কার হচ্ছে নতুন সব প্রযুক্তি তাই শুরু থেকেই অগ্রসরমাণ এই প্রযুক্তি দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে আইসিটি ওয়ার্ল্ড নিউজ এর পথচলা।
গত একযুগ অঙ্গীকার থেকে বিচ্যুত হতে দেখিনি আইসিটি ওয়ার্ল্ড নিউজ কে আর তাই পাঠকের হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিতে সক্ষম হয়েছে। ‘প্রযুক্তির সর্বশেষ সংবাদ সবার আগে’ প্রকাশের অঙ্গীকার নিয়ে আইসিটি ওয়ার্ল্ড নিউজ এগিয়ে চলেছে সেই প্রত্যাশা পূরণে সব সময় সচেষ্ট থেকেছে।
আজ আইসিটি ওয়ার্ল্ড নিউজ একযুগ পূর্তি ও ত্রয়োদশ বর্ষের যাত্রা শুরুর দিনে আমার কৃতজ্ঞ আইসিটি ওয়ার্ল্ড নিউজ এর কর্তৃপক্ষ , অসংখ্য পাঠক, লেখক, শুভানুধ্যায়ী সবার কাছে। সে সাথে সবাইকে আন্তরিক অভিনন্দন।
সবার মিলিত প্রয়াসেই এই পথপরিক্রমা। এই পথপরিক্রমা সবার সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না। আগামী দিনেও সবাইকে পাশে চাই আমরা। পাড়ি দিতে চাই আরো অনেক পথ।
লেখকঃ মুহাম্মদ হুমায়ুন কবীর
❑ পাঠকের দৃষ্টি ও চশমা থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ফেসবুক তারুন্যের অপমান ও প্রযুক্তির অপব্যবহার