আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এই মোটরসাইকেল ১ লিটার তেলে ৫৯ কিলোমিটার চলতে পারে । ১৬৩ সিসি হোন্ডা ইকো টেকনোলজি (এইচটি) প্রযুক্তির ইঞ্জিনে চলা ২০২৪ মডেলের ‘হোন্ডা এক্সব্লেড’ মোটরসাইকেল দেশের বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। রবো-ফেসড এলইডি হেডল্যাম্প, রেজর-এজড এলইডি টেইল ল্যাম্পযুক্ত মোটরসাইকেলটি এক লিটার তেলে ৫৯ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে।
নিরাপত্তার জন্য পেটাল ডিস্ক ব্রেক এবং স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য মনোশক সাসপেনশন সুবিধা রয়েছে মোটরসাইকেলটিতে। গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁও লিংক রোডে আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেলটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিএইচএলর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরু মাতসুজাকি, প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শাহ মোহাম্মদ আশেকুর রহমান, প্রধান উৎপাদন কর্মকর্তা হিরোয়ুকি ইয়াসুনাগাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিগেরু মাতসুজাকি বলেন, হোন্ডার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি হলো সাশ্রয়ী মূল্যে উচ্চমান ও গতির মোটরসাইকেল তৈরি করা। নতুন এক্সব্লেড ২০২৪ মোটরসাইকেলটি তরুণদের চাহিদা পূরণের লক্ষ্যে বিশেষভাবে নকশা করা হয়েছে।
আরও পড়ুনঃ ২০২৩ সালে দেশের বাজারে আলোচিত ৫ মোটরবাইক
শাহ মোহাম্মদ আশেকুর রহমান বলেন, যে প্রজন্ম অলরাউন্ডার হতে চায়, তাদের জন্য হোন্ডা ব্র্যান্ড বিশ্বব্যাপী প্রশংসিত। উচ্চতর প্রযুক্তির এই নতুন এক্সব্লেড এ বছরের সবচেয়ে আধুনিক মোটরসাইকেল, যা গতি, সৌন্দর্য ও কর্মদক্ষতার একটি নিখুঁত মিশ্রণ।
অনুষ্ঠানে জানানো হয়, হোন্ডা এক্সব্লেডে রয়েছে স্ট্রিট-টেক ডিজিটাল মিটার। এই মিটারে গিয়ার পজিশন ইন্ডিকেটর, ডিজিটাল ঘড়ি, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার ও ফুয়েল ইন্ডিকেটর রয়েছে। এক্সব্লেডে রয়েছে হ্যাজার্ড সুইচ, যা সামনের দৃশ্য দেখতে সমস্যা হলে পেছনে থাকা চালকদের সতর্ক করবে। মোটরসাইকেলটির পেছনে ১৩০ মিলিমিটার চওড়া চাকা থাকায় ভাঙা রাস্তায়ও ভালোভাবে চলাচল করা যায়। চালক ও যাত্রীর বসার জন্য চওড়া ও আরামদায়ক আসনও রয়েছে মোটরসাইকেলটিতে।
হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেলটির দাম ধরা হয়েছে ১ লাখ ৯৫ হাজার টাকা। তিনটি রঙে বাজারে আসা মোটরসাইকেলটির সঙ্গে দুই বছর অথবা ২০ হাজার কিলোমিটার বিক্রয়োত্তর সেবাসহ বিনা মূল্যে পাঁচবার মেরামত করার সুযোগ পাওয়া যাবে।
আরও পড়ুনঃ টাটা একসঙ্গে ৩ গাড়ি আনলো