আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: এইচএসসি জীববিজ্ঞানে ভালো করার কৌশল । বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ বিষয় হলো জীববিজ্ঞান। এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কিছু কৌশল অবলম্বন করলে পরীক্ষা প্রস্তুতির প্রক্রিয়া একটি আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং অভিযান হতে পারে।
সেই কারণেই আমরা আপনাকে প্রয়োজনীয় অধ্যয়ন পদ্ধতি সাজিয়ে দেওয়ার জন্য এই সম্পূর্ণ পরামর্শ প্রদান করছি। এই অধ্যয়ন পদ্ধতির মাধ্যমে, আপনি এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার সাফল্য অর্জন করার জন্য দরকারী প্রস্তাবনা উপকারী কৌশল পেতে পারবেন।
এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার অধ্যয়নের জন্য কিছু জরুরী পরামর্শঃ
সময়সূচি তৈরি করুনঃ
এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার জন্য একটি সময়সূচি তৈরি করুন এবং প্রতিটি বিষয়ের জন্য পর্যাপ্ত সময় নির্ধারণ করুন।
ক্লাস লেকচারের নোট নেওয়াঃ
ক্লাস লেকচারের কোনো বিকল্প নেই। তাই শিক্ষক ক্লাসে যখন লেকচার দেন, তা মনোযোগের সঙ্গে শোনো। ক্লাস লেকচার নোট করো। পাশে বসা বন্ধুর সঙ্গে গল্প-গুজব করে মূল্যবান লেকচার মিস না করা। লেকচার তুলতে গিয়ে কোথাও যদি অসম্পূর্ণতা থাকে, তবে বাসায় গিয়ে তা সম্পূর্ণ করা। পরীক্ষার প্রস্তুতি নিতে আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করবে এই ক্লাস লেকচারগুলো।
আরও পড়ুনঃ মেধাবীরা যেসব কৌশল অবলম্বনে পড়াশোনা করেন
আরও পড়ুনঃ কিভাবে পড়লে HSC তে A+ পাবো?
গ্রুপ অধ্যয়ন করুনঃ সহপাঠিদের সাথে সময় ব্যয় করুন এবং বিষয়গুলি সম্পর্কে আলোচনা করুন।
পূর্ববর্তী প্রশ্নগুলি সমাধান করুনঃ আগের পরীক্ষার প্রশ্নগুলি সমাধান করুন এবং প্রশ্ন প্রণালী সম্পর্কে ধারণা করুন।
যা পড়ানো হবে তা আগে থেকে দেখে যাওয়াঃ
জীববিজ্ঞান বিষয়টি শিক্ষার্থীদের না বোঝার একটি কারণ হলো ক্লাসে শিক্ষক যা পড়ান তার অর্ধেকও শিক্ষার্থী বুঝতে পারে না শুধু সেই বিষয়ে আগে থেকে ধারণা না থাকার কারণে। সাধারণত শিক্ষকরা আগামী ক্লাসে কী পড়াবেন, তা আগেই বলে দেন। আপনারা যদি ক্লাসে যাওয়ার আগে সে বিষয় নিয়ে বাসা থেকে একটু ধারণা নিয়ে যান, তাহলে ক্লাসে শিক্ষক কী পড়াচ্ছেন তা সহজেই বুঝতে পারবেন। জীববিজ্ঞান তখন অত বেশি কঠিন মনে হবে না।
মুখস্থ নয়, বুঝে পড়তে হবেঃ
বহুল প্রচলিত একটি ভুল ধারণা হলো, জীববিজ্ঞানে শুধু মুখস্থ করতে হয়। কিন্তু সত্য হলো, না বুঝে মুখস্থ করলে তা যেমন মনে থাকে না, তেমনি বাস্তব জীবনেও তা কাজে লাগানো যায় না। তাই জীববিজ্ঞানে ভালো করতে হলে বুঝে পড়তেই হবে। চিত্রের সঙ্গে মিলিয়ে মিলিয়ে পড়লে দেখবেন জীববিজ্ঞান বিষয়টি আর তেমন মুখস্থের বিষয় বলে মনে হচ্ছে না।
একটি স্টাডি গ্রুপ সংযুক্ত করুনঃ
আপনার বন্ধু বা সহকর্মীদের সাথে একটি স্টাডি গ্রুপ তৈরি করুন। যাতে ক্লাসে শিক্ষক যা পড়ান সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করুন।
আরও পড়ুনঃ আইইএলটিএস পরীক্ষার জন্য নিবন্ধন করবেন যেভাবে
ছবি আঁকা অনুশীলন করতে হবেঃ
জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ছবি সংযুক্ত করা। ভালো নম্বর পাওয়ার জন্য যেমন ছবি সংযুক্ত করা গুরুত্বপূর্ণ, তেমনি জীববিজ্ঞানের কিছু বিষয় আছে যেগুলো ছবি ছাড়া পরিপূর্ণভাবে বোঝা সম্ভব না। কিন্তু অনেক শিক্ষার্থীই ছবি আঁকায় তেমন পটু নয়। একটা বিষয় পরিষ্কার হওয়া দরকার যে, জীববিজ্ঞানের ছবি আঁকা মানে সৃজনশীল আঁকাআঁকি নয়। এগুলো কয়েকবার অনুশীলন করলেই আয়ত্তে চলে আসে। প্রয়োজন শুধু ভয় না পেয়ে ধৈর্য ধরে অনুশীলন করা।
ব্যবহারিক ক্লাসঃ
জীববিজ্ঞানের অপরিহার্য অঙ্গ হলো ব্যবহারিক ক্লাসগুলো। শ্রেণিকক্ষে যে বিষয়গুলো আলোচিত হয় সে বিষয়গুলো সম্পর্কে হাতে-কলমে জ্ঞান লাভ করা যায় ব্যবহারিক ক্লাসগুলোয়। তাই ব্যবহারিক ক্লাসগুলোয় মনোযোগী হতে হবে। চোখের সামনে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র, আরশোলা বা জবা ফুলের ব্যবচ্ছেদ হচ্ছে দেখলে কষ্ট করে আর আপনাকে এসব বিষয় মুখস্থ করতে হবে না। যা কিছু ঘটছে চোখের সামনে সেটাই পরীক্ষার খাতায় সুন্দর করে লিখলে ভালো নম্বর পাবেন।
সর্বোপরি জীববিজ্ঞান নিয়মিত চর্চার বিষয়। তাই নিয়মিত চর্চা করতে হবে। কিছুদিন পরপর ছবিগুলো এঁকে আয়ত্তে রাখতে হবে। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর লেখার অনুশীলন করতে হবে যাতে ধারণা পাওয়া যায় কোন প্রশ্নের উত্তর লিখতে কতো সময় লাগছে। তাহলেই জীববিজ্ঞানে ভালো ফল করতে পারবেন।
❑ শিক্ষাঙ্গন থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ ডুওলিঙ্গো ইংলিশ টেস্ট কীভাবে প্রস্তুতি নিবেন?