আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ‘এআই’ বছরের সেরা শব্দ নির্বাচিত । কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সংক্ষিপ্ত রূপ ‘এআই’ বছরের সেরা শব্দ নির্বাচিত হয়েছে। এআইকে ওয়ার্ড অব দ্য ইয়ার নির্বাচিত করেছে কলিনস ডিকশনারি। বিবিসি জানায়, কোটি শব্দ বিচার করে এই সিদ্ধান্ত নেয় কলিনস ডিকশনারি কর্তৃপক্ষ।
অনলাইন ও প্রিন্ট সংস্করণে প্রকাশ পাওয়া গ্লাসগোভিত্তিক কলিনস ডিকশনারি প্রকাশকের তথ্য অনুসারে, এ বছর এআই শব্দের ব্যবহার বেড়েছে চার গুণ। কলিনসের অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা কিংবা বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।
কলিন্সের ব্যবস্থাপনা পরিচালক অ্যালেক্স বেক্রফট বলেন, ‘২০২৩ সালের সবচেয়ে আলোচিত বিষয় ছিল এআই। বেশ দ্রুতই আমাদের দৈনন্দিন জীবনের প্রযুক্তি যেমন ইমেইল, স্ট্রিমিং বা অন্যান্য ভবিষ্যতমুখী ব্যবস্থায় যুক্ত হয়েছে এটি।’
আরও পড়ুনঃ Chat GPT থেকে অর্থ উপার্জনের সহজ পদ্ধতি
এ বিষয়ে চ্যাটজিপিটির কাছে মন্তব্য জানতে চায় বিবিসি। জবাবে এআই চ্যাটবটটি জানায়, কলিনস ডিকশনারিতে এআই বছরের সেরা শব্দ হিসেবে বাছাই হওয়ার মাধ্যমে ইঙ্গিত মেলে, বিবর্তনের এই সময়ে পৃথিবীতে উদ্ভাবন ও রূপান্তরের পেছনে কাজ করে অ্যালগরিদম ও ডেটা, সেখানে বড় প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা।
এমন সময় এই ঘোষণা এল, যখন এই ক্ষমতাবান প্রযুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা নেওয়ার পাশাপাশি এর ঝুঁকিগুলো কমিয়ে আনার লক্ষ্যে ১০০ জন বিশ্ব নেতা, প্রযুক্তি টাইকুন, শিক্ষাবিদ ও গবেষকদের জন্য এআই সম্মেলন আয়োজন করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
কলিন্স ডিকশনারিতে যেসব শব্দ বছরের সেরা শব্দের খেতাব পায়, তা সে সময়ের বহুল ব্যবহৃত শব্দ হয়ে থাকে। ২০২২ সালে এ খেতাব পেয়েছিল ‘পার্মাক্রাইসিস’, যা ব্রিটিশ রাজনীতির উত্থান-পতনের সঙ্গে সম্পৃক্ত।
২০২১ সালে সবচেয়ে আলোচিত শব্দ ছিল ‘এনএফটি (নন-ফাঞ্জিবল টোকেন)’। আর ২০২০ সালে এ খেতাব পেয়েছিল ‘লকডাউন’ শব্দটি।
আরও পড়ুনঃ ২০০ বছর ধরে বিখ্যাত টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম