পাসপোর্ট সংশোধন করার নিয়ম, ই-পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করার নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র, দেশে ও বিদেশে পাসপোর্ট সংশোধনের নিয়মকানুন, পাসপোর্ট লিখিত সংশোধন ফর্ম পিডিএফ, পাসপোর্ট সংশোধন অঙ্গীকার নামা ফর্ম পিডিএফ।
পাসপোর্ট আবেদন করেছেন কিন্তু পাসপোর্ট হাতে পাওয়ার পরে যদি দেখেন পাসপোর্টে ভূল তথ্য আসছে সেক্ষেত্রে কি করনীয়। পাসপোর্ট অবশ্যই সংশোধন করতে হবে, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা সনদ কিংবা অন্যান্য গুরুত্বপুর্ণ কাগজপত্রের সাথে পাসপোর্টের তথ্যগত ভূল থাকলে আপনি কখনো ইমিগ্রেশন পার করতে পারবেন না, এছাড়া ভবিষ্যতে নানান সমস্যার মুখে পড়তে পারেন, পাসপোর্ট আবেদনে ভুল তথ্য প্রদান করলে সেটা আপনাকে সংশোধন করতেই হবে। আসুন দেখেন নেই ধাপে ধাপে সহজেই আপনার ই-পাসপোর্টের ভুল তথ্য সংশোধন করার সঠিক নিয়ম।
সর্বশেষ ০৪/০২/২০২৪ ও এর পূর্বে ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ পাসপোর্ট সংশোধন বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে। এই নোটিশের মাধ্যমে দেশে ও বিদেশে পাসপোর্ট সংশোধনের নিয়মকানুন স্পষ্ট করা হয়েছে।
পাসপোর্ট সংশোধন করার নিয়ম
পাসপোর্ট সংশোধন আবেদনের জন্য অবশ্যই লিখিত সংশোধন ফর্ম ডাউনলোড করে ফরম পূরণ করতে হবে এবং একটি অঙ্গীকার নামা ফরম পূরণ করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
প্রথমে আপনাকে www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নতুন করে ইস্যু করার আবেদন করতে হবে, ঠিক যেমন নতুন করে একটি পাসপোর্ট আবেদন করবেন ঠিক একইভাবে আপনার পূর্ববর্তী পাসপোর্ট এবং আপনার মূল জাতীয় পরিচয় পত্র এর তথ্য অনুযায়ী নতুন করে একটা আবেদন করবেন। আবেদন শেষে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে আপনাকে একটি অঙ্গীকার নামা ফরম পূরণ করে জমা দিতে হবে।
আরও পড়ুনঃ ই–পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত জেনে নিন
ডাউনলোড করুনঃ পাসপোর্ট লিখিত সংশোধন ফর্ম পিডিএফ পাসপোর্ট অঙ্গীকার নামা ফর্ম পিডিএফ
বিঃদ্রঃ নতুন পাসপোর্ট আবেদন আর পাসপোর্ট সংশোধন আবেদন কিংবা রিনিউ এই সব গুলো আবেদনই প্রায় ৯০% একই রকম। পাসপোর্ট রিনিউ এর জন্য আপনার পূর্ববর্তী পাসপোর্টের সব তথ্য সঠিক থাকলে শুধু মাত্র পূর্ববর্তী পাসপোর্টের তথ্য আবেদন ফর্মে সংযুক্ত করে আবেদন করলেই হবে। পাসপোর্ট সংশোধন আবেদনের ক্ষেত্রে অবশ্যই লিখিত সংশোধন ফর্ম ডাউনলোড করে ফরম পূরণ করতে হবে এবং একটি অঙ্গীকার নামা ফরম পূরণ করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
দেশে ও বিদেশে পাসপোর্ট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র
- লিখিত ই-পাসপোর্ট সংশোধন আবেদনপত্র
- অঙ্গিকারনামা
- বর্তমান ই-পাসপোর্টের মূল কপি
- ভুল তথ্যের প্রমাণ (যেমন, জন্ম সনদ, বিবাহের সনদ, নাম পরিবর্তনের গেজেট নোটিশ ইত্যাদি)
- মূল জাতীয় পরিচয় পত্র (NID Card) এবং এর ফটোকপি
- ই পাসপোর্ট আবেদনের সামারি – Application Summery
- পাসপোর্ট আবেদনের ফরম – Application Form
- পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ কপি
- যে বাসায় থাকেন সে বাসার বিদ্যুৎ /গ্যাস বিলের কপি
- নাগরিক সনদ
- বিদেশে দূতাবাসে আবেদন করলে, (Permanent Resident Card/ Student ID Card/ Job ID Card/ Driving License) দরকার হবে।
লেখাঃ মুহাম্মদ মামুনুর রশীদ
আরও পড়ুনঃ নতুন নিয়মে ই পাসপোর্ট করতে কিকি কাগজপত্র লাগে?