আইসিটি ওয়ার্ড নিউজ প্রবাসী ডেস্ক: ইউরোপের যে ৮ দেশে ভিসা পাওয়া খুব সহজ । ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন এমন মানুষের সংখ্যা কম নয়। তবে সঠিক দিকনির্দেশনা না পাওয়ায় অনেকে বোঝেন না কোন দেশে যাওয়া কঠিন। কোনটি সহজ।
ইউরোপের সব দেশ উন্নত এমন নয়। এই মহাদেশের উল্লেখযোগ্য দেশগুলো হলো সেনজেনের অন্তর্ভুক্ত দেশগুলো। ইউরোপের কিছু দেশ আছে যেখানে সহজেই ভিসা পাওয়া যায়। চলুন সেগুলো সম্পর্ক জেনে নিই-
সুইজারল্যান্ড
পর্যটনের অন্যতম দেশ সুইজারল্যান্ড। সবসময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যান পর্যটকরা। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসা ও টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যাওয়া যায়। বাংলাদেশের অধিকাংশ মানুষ টুরিস্ট ভিসা নিয়ে সুইজারল্যান্ডে যান। কারণ, সহজেই সুইজারল্যান্ডের টুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু কাজের জন্য সুইজারল্যান্ডের ভিসা পাওয়া বেশ কঠিন। আবার পড়াশোনা জন্য ভিসাপ্রাপ্তি সহজ। সেক্ষেত্রে ভালো আইইএলটিএস স্কোর ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
নেদারল্যান্ড
এটি এমন একটি দেশ যেখানে খুব সহজে স্টুডেন্ট ভিসায় যাওয়া যায়। দেশটিতে স্টুডেন্টদের ভিসা সফলতা রেট শতকরা ৯৯ ভাগ। নেদারল্যান্ড পাড়ি জমাতে চাইলে আপনাকে অবশ্যই আইএলটিএস সম্পন্ন করতে হবে। আইএলটিএস স্কোর ৬.৫ বা এর বেশি থাকলে আপনি খুব সহজে নেদারল্যান্ডে যেতে পারবেন। এ দেশটির সবচেয়ে সুবিধার বিষয় হলো সহজেই ভিসা হয়ে যায় এবং ভিজা নিশ্চিত করা হয় ইউনিভার্সিটি থেকে। তাই আলাদা করে চিন্তা করতে হয় না।
আরও পড়ুনঃ রোমানিয়া যেতে ইচ্ছুকদের জন্য সতর্কবার্তা
মাল্টা
ইউরোপের একটি দেশ মাল্টা যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়ানদের প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে। একইসঙ্গে সহজে মেলে স্টুডেন্ট ভিসাও। খুব সহজেই ভিসা নিয়ে মাল্টাতে যেতে পারবেন আপনি। সেনজেন অন্তর্ভুক্ত হওয়ায় দেশটিতে সহজেই বসবাস করা যায়। ইউরোপে যাওয়ার সহজ উপায় এর মধ্যে এটি অন্যতম।
হাঙ্গেরি
প্রতি বছর বাংলাদেশ থেকে স্কলারশিপের মাধ্যমে স্টুডেন্ট নিয়ে থাকে হাঙ্গেরি। এছাড়াও বহু আগে থেকেই দেশটিতে লেখাপড়ার জন্য বাংলাদেশ থেকে স্টুডেন্ট পাড়ি জমায়। গত বছর হাঙ্গেরির ভিসা সফলতার হার ছিল শতকরা ৯৫ ভাগ। ২০১৯ সাল থেকে হাঙ্গেরিতে প্রতিনিয়ত জব ভিসার জন্য বাংলাদেশ থেকে অনেকেই যাচ্ছে। অর্থাৎ জব ভিসার জন্য ভালো দেশ এটি। স্যালারি কম হলেও এখানে ভিসা সফলতার পরিমাণ অনেক বেশি।
ফ্রান্স
এটি এমন একটি দেশ যেখানে জব ভিসাতে অ্যাপ্লাই করলে সফলতার দেখা দেখা কঠিন বটে। তবে আপনি যদি শিক্ষার্থী হন এবং আইএলটিএস থাকে তবে স্টুডেন্ট ভিসায় অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে সফলতার হার বেশ ভালো বলা যায়। বাংলাদেশী ভিসা সন্ধানকারীরা যেসব ভিসায় ফ্রান্সে যেতে পারেন সেগুলো হলো- ট্যুরিস্ট ভিসা, ব্যবসায় ভিসা, পারিবারিক ভিসা এবং স্টুডেন্ট ভিসা।
পর্তুগাল
পর্তুগালকে ইমিগ্র্যান্টদের জন্য গোল্ডেন কান্ট্রি বলা হয়। কেননা বিভিন্ন দেশ থেকে দেশটিতে প্রবাসীরা যান ইমিগ্রান্ট হওয়ার জন্য। পর্তুগালের সহজে যাওয়ার উপায় হচ্ছে, জব ভিসা। কিন্তু এখানে কেবল এগ্রিকালচার প্লাটফর্মে জব ভিসা হয়ে থাকে। অন্যদিকে স্টুডেন্ট ভিসায় যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আইএলটিএস থাকতে হবে। স্কোর থাকতে হবে ৫.৫ বা তার বেশি।
লিথুয়ানিয়া
সুইডেনের বিপরীত পাশে অবস্থিত লিথুয়ানিয়ার শিক্ষার হার প্রায় ৯৯ শতাংশ। বর্তমানে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসায় সুবিধা পাওয়া যায় এই দেশটিতে। তবে লিথুনিয়ায় কাজের জন্য ভিসা পাওয়া বেশ কঠিন।
লাটভিয়া
বাল্টিক সাগরের পূর্বদিকে অবস্থিত লাটভিয়া। দেশটিতে স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া বেশ সহজ। এছাড়া কাজের জন্যও ভিসা দিয়ে থাকে দেশটি।সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী ইউরোপের এই দেশগুলোতে ভিসা প্রাপ্তির হার অনেক বেশি। সকল প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করলে খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। ভিসার জন্য আবেদন করতে পারবেন অনলাইনেই। এছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার চেয়ে খরচ তুলনামূলকভাবে অনেক কম।
আরও পড়ুনঃ উচ্চশিক্ষার জন্য ডেনমার্কে যাওয়ার উপায়, খরচ ও সুযোগ-সুবিধা