আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: ইউটিউবে অ্যাড ব্লকারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু । বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। যেখানে আপনার বিনোদনের খোরাক মেটাতে পারেন খুব সহজেই। সিনেমা, গান, নাটক সব কিছুই রয়েছে এখানে। এছাড়া ইউটিউব থেকে অনেকেই মাসে লাখ লাখ টাকা আয় করছেন। তবে ইউটিউবে বিজ্ঞাপনের জন্য কোনো ভিডিও দেখে শান্তি নেই।
আরও পড়ুনঃ দেশে প্রথমবারের মতো বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশনের যাত্রা শুরু
গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন জানিয়েছেন যে, বিজ্ঞাপন ব্লকার শনাক্তকরণ নতুন নয় এবং অন্যান্য প্ল্যাটফর্মও নিয়মিত দর্শকদের বিজ্ঞাপন ব্লকারগুলোকে নিষ্ক্রিয় করতে বলে। ইউটিউবের বিজ্ঞাপন-সমর্থিত মডেল নির্মাতাদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেমকে সমর্থন করে এবং বিশ্বব্যাপী কোটি কোটি মানুষকে বিজ্ঞাপন সহ বিনামূল্যে বিভিন্ন কনটেন্টে অ্যাক্সেস প্রদান করে। সুতরাং ইউটিউবে অ্যাড ব্লকারদের বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ শুরু হয়ে গিয়েছে।
বিজ্ঞাপনগুলো ওয়েবসাইট এবং কনটেন্ট ক্রিয়েটরদের উপার্জন করার একটি অপরিহার্য অংশ। গুগল জানিয়েছে যে অ্যাড ব্লকাররা ইউটিউবের পরিষেবার শর্তাবলী লঙ্ঘন করে।
কেউ যদি নিজেদের প্রিয় ইন্টারনেট ব্রাউজারে একটি অ্যাড-ব্লকার এক্সটেনশন ব্যবহার করেন, তাহলে ইউটিউব ‘অ্যাড ব্লকারস আর নট অ্যালাউড অন ইউটিউব’ এমন একাধিক সতর্কতা দেখাবে। এরপর ব্যবহারকারীরা যদি সেই কনটেন্ট দেখা চালিয়ে যেতে চান, তাহলে তাকে ওয়েবসাইটে বিজ্ঞাপন ব্লকার নিষ্ক্রিয় করতে বলা হবে।
বিগত কয়েক বছরে, ইউটিউব বিজ্ঞাপন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। কখনো কখনো, মোবাইল ব্যবহারকারীদের ভিডিও লোড হওয়ার আগে তাদের ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে একাধিক অযাচিত বিজ্ঞাপন দেখতে হয়। টিভিতে, ইউটিউব অ্যাপ বিরতির সময় একাধিক বিজ্ঞাপন বিভাগ দেখায় এবং ব্যবহারকারীদের ৩০-সেকেন্ড-দীর্ঘ বিজ্ঞাপনের মধ্য দিয়ে যেতে বাধ্য করে।
সূত্র: টেকক্রাঞ্চ
আরও পড়ুনঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ‘আলফাফা’ অনেক দেশে জনপ্রিয়তার শীর্ষে