আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আসুস নতুন ক্রোমবুক ল্যাপটপ আনল । তাইওয়ানের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস আন্তর্জাতিক বাজারে নতুন ল্যাপটপ আনল। ক্রোমবুক সিরিজের এই ল্যাপটপের মডেল ক্রোমবুক সিএক্স৩৪০২। আসুস ডিভাইসটির দাম এখনো প্রকাশ করেনি। নতুন এই ক্রোমবুকটি প্রিমিয়াম এবং আসুস এসজে পূর্বে লঞ্চ করা ক্রোমবুকের মতো নয়। এটি একটি শক্তিশালী ইন্টেল ১২ কোর প্রসেসরের সঙ্গে একটি ১৬ জিবি র্যামসহ বাজারে এসেছে। যা ডিভাইসের কর্মক্ষমতা বাড়ায়েছে।
আসুস দাবি করছে, ল্যাপটপটটি সব থেকে ভালো শ্রেণীর কর্মক্ষমতা, ব্যতিক্রমী ব্যাটারি লাইফ এবং সামরিক গ্রেডের স্থায়িত্বসহ বাজারে এসেছে।
এই ক্রোমবুকটিতে উন্নত র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসহ ব্যবসার চাহিদা মেটাতে ডিজাইন করা হয়েছে৷ এবং হার্ডওয়্যার এনক্রিপশনের জন্য ডিফল্ট টাইটান সি চিপ দেওয়া হয়েছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আসুস সিএক্স৩৪০২ মডেলটিতে নতুন ন্যূনতম স্ট্যান্ডার্ডের দ্বিগুণ গতি, মেমোরি এবং স্টোরেজ অফার করা হয়েছে। আসুস এই প্রথম ক্রোমবুক প্লাস বানিয়েছে।
আরও পড়ুনঃ কম দামে ল্যাপটপ নিয়ে আসছে Google-HP
ল্যাপটপটিতে ১২তম প্রজন্মের ইনটেল কোরআই ৭ প্রসেসর রয়েছে। যা ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি সে্টারেজ সাপোর্ট করে। ফলে মাল্টিটাস্কিং করা যাবে।
এর কুলিং সিস্টেম ব্যাটারি লাইফ সংরক্ষণ করা নিশ্চিত করে।
এর মসৃণ বাহ্যিক অংশটি একটি দ্বৈত-টেপার ডিজাইনের। যেখানে ১৪ ইঞ্চির ন্যানো এজ ফুল এইচডি ডিসপ্লে দারুণ ভিজ্যুয়াল অফার করে। অ্যান্টি-মাইক্রোবিয়াল আবরণ জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয়, এটি একটি অবিশ্বাস্য ১০ ঘন্টা ব্যাটারি লাইফ সহ চলতে পারে। যা একে যেকোনো জীবনযাত্রার জন্য আদর্শ করে তোলে।
আরও পড়ুনঃ ইনফিনিক্স দেশে তৈরি ল্যাপটপ আনল