আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আসুস আনল শক্তিশালী ব্যাটারির নতুন ল্যাপটপ । প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস নতুন ল্যাপটপ আনল। মডেল আসুস ক্রোমবুক সিএম১৪। কোম্পানি দাবি করছে এই ল্যাপটপে শক্তিশালী ব্যাটারি রয়েছে। যা ফুল চার্জে ১৫ ঘণ্টা ব্যাকআপ দেবে।
নতুন এই ল্যাপটপটিতে মিডিয়াটেকের ক্যাম্পেনিও প্রসেসর দেওয়া হয়েছে। এতে মিলিটারি গ্রেডের সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। এই ল্যাপটপটি একটি একক মেমরি এবং স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। ল্যাপটপটির মসৃণ এবং ধাতব চ্যাসিসটিতে একটি ১৮০ ডিগ্রি ‘লে-ফ্ল্যাট’ কব্জাসহ একটি ডিসপ্লে রয়েছে।
আরও পড়ুনঃ সেরা ৩ গেমিং ল্যাপটপ
আসুস ক্রোমবুক মিএস ১৪ মডেলে রয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি অ্যান্টি-গ্লেয়ার নন-টাচ এলসিডি ডিসপ্লে। যার রেজল্যুশন ১৯২০X১০৮০ পিক্সেল। এর সঙ্গে রয়েছে ৬০ হার্টজের রিফ্রেশ রেট। ডিসপ্লেটির পিক ব্রাইটনেস ২২০ নিটস। এর স্ক্রিন টু বডি রেশিও ১৬:৯।
ডিভাইসটিতে ৮ জিবি র্যাম এবং এআরএম মালি জি৫২ গ্রাফিক্স কার্ড রয়েছে। ল্যাপটপটিতে ক্রোম ওএস বিল্টইন আছে। চাইলে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেমও ইনস্টল করে চালানো যাবে। এর স্টোরেজ ১২৮ জিবি।
অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ৭২০ পিক্সেলের ওয়েব ক্যামেরা। এই ক্যামেরায় প্রাইভেসি শাটারও রয়েছে। এছাড়াও এতে রয়েছে ইনবিল্ট ফেস এই ফিচার। এর কীবোর্ড অঙ্গভঙ্গি ইনপুট সমর্থন করে। নিরাপত্তার জন্য এটি ফেস আনলক সুবিধার সঙ্গে আসে।
ল্যাপটপটিতে ৪২ ওয়াট আওয়ারের ২ সেল ব্যাটারি দেওয়া হয়েছে। যা চার্জ করার জন্য ৪৫ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে আসুস।
আরও পড়ুনঃ এআই ফিচারের নতুন ল্যাপটপ আনল এইচপি