আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক: আসন্ন ছুটিতে ঘুরে আসুন দেশের সীমানা ছাড়িয়ে অন্য দেশে । আপনার আসন্ন ছুটিতেদেশের বাইরে ঘুরতে যাওয়ার জন্য উপযুক্ত হবে কোন দেশ জানতে চান? তাহলে জেনে নিন ভ্রমণ গন্তব্য এবং আর আপনার ব্যাগ প্যাকিং শুরু করুন।
ভারত – সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্যের দিক থেকে বৈচিত্রপূর্ণ দেশ ভারত। বাংলাদেশের সবচেয়ে বেশি পর্যটক ভারত ভ্রমণ করে থাকেন। ভারতে আলাদা আলাদা প্রদেশে পর্যটকদের দেখার জন্য রয়েছে বিশেষ বিশেষ আকর্ষণ। জনপ্রিয় স্থান গুলোর মধ্যে হলো কোলকাতা শহর, দার্জেলিং, সিকিম, গ্যাংটক, সিমলা, কাশ্মির, আগ্রার তাজমহল, দিল্লীর গেট, কুতুব মিনার। কেরালা, রাজস্থান, মুম্বাই এর মত শহর। আছে হরের মধ্যে রয়েছে ইকো পার্ক ও ঐতিহাসিক স্থাপনা।
থাইল্যান্ড – কম খরচে ঘুরে আসার জন্য একটি সুন্দর দেশ হল থাইল্যান্ড। এখানে দেখার মতো কিছু জায়গা হল- রাজধানী ব্যাংককের কিছু টেম্পল, পাতায়া, ফ্লোটিং মার্কেট ও ফুকেটের কিছু আইল্যান্ড।
ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া – ইন্দোনেশিয়া যাবার সময় মালয়েশিয়াতে ৪ ঘণ্টার আর আসার সময় ৫ ঘণ্টার ট্রানজিট তাই এক ভিসা তেই দুই দেশে যাওয়ার সুযোগ হবে যদি মালয়েশিয়ার ভিসা করা যায়। ইন্দোনেশিয়াতে যেতে পারেন বালি, সানু বা কোটা যা ইন্দোনেশিয়ার মুল টুরিস্ট স্পট।
সিঙ্গাপুর – আয়তনে ছোট হলেও ভ্রমন প্রেমীদের জন্য সিংগাপুরে দেখার জন্য রয়েছে অনেক কিছু। সিংগাপুর বোটানিক্যাল গার্ডেন ওয়ার্ল্ড হেরিটেজ মনোনয়ন প্রাপ্ত। যেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ আর পশু পাখি। যেতে পারেন চায়না টাউন, গার্ডেন্স অফ দা বে, মেরিনা বে, মারলাওন পার্ক, সেন্তোসার মতো জায়গায়।
ভুটান – ভিসার ঝামেলা ছাড়া যেতে পারেন হিমালয় কন্যা ভুটানে। শুধু লাগবে এন্ট্রি পারমিট। সীমান্ত শহর ফুয়েনশলিং, রাজধানী থিম্পু, পুরনো রাজধানী পুনাখা, পারো ভুটানের প্রধান আকর্ষণীয় স্থান।
নেপাল – পাহাড় প্রেমীদের পছন্দের দেশ নেপাল। এখানে রয়েছে দেখার মতো অনেক বৌদ্ধ মন্দির ও পাহার। ঘুরে আসতে পারেন নেপালের পবিত্র জায়গা হিসেবে পরিচিত লুম্বিনি,সিটি অফ এডভেঞ্চার পোখরা থেকে। আর যেতে ভুলবেন না মাউন্ট এভারেস্টে।আর হাইকিং এর জন্য হাইকিং গিয়ারের সেট আনতে ভুলবেন না। তাহলে মজা অনেকটাই কমে যাবে।
জাপান – জাপান প্রাচীন ঐতিহ্য, অতীতের সংস্কৃতি ও আধুনিকতার সংমিশ্রণে বেষ্টিত একটি অপূর্ব দেশ। সারা বিশ্বে হাজার হাজার পর্যটক এখানে আসে রাজধানী কিয়োটোতে অবস্থিতি বৌদ্ধ মন্দির দেখতে। এছাড়া রয়েছে সাংস্কৃতিক সমৃদ্ধ নগরি কানজওয়া ও নারা। জাপানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানগুলিতে জাপানের কয়েকটি উল্লেখযোগ্য স্থান রয়েছে যেমন- জাপানের আলপস, চুবু-সাংকু জাতীয় উদ্যান, ওসাকা জাতীয় উদ্যান, ইটুকুশিমা দ্বীপ,হিরোশিমা শান্তি স্মৃতিচিহ্ন পার্ক, ইম্পেরিয়াল প্রাসাদ এবং ফুজি পর্বতমালা।
ইতালি – সুন্দর জায়গা, সুন্দর টেরেস এবং সাংস্কৃতিক ইতিহাসের দেশ ইতালি। রোমানদের বাড়ি এবং রেনেসাঁ যুগের স্থাপত্যের জীবন্ত উদাহরণ হল ইতালি। এখানের প্রায় যেকোনো জায়গা আপনাকে একটি চিরস্থায়ী স্মৃতি দিতে পারবে এবং আপনাকে বিশ্বের সেরা খাবারের নিশ্চয়তা দিবে। ইতালির পর্যটক শহরের মধ্যে রোম, তাসকানি, ফ্লোরেন্স এবং ভেনিস শীর্ষ স্থানে।
স্পেন – স্পেন সফর আপনাকে আবার আপনার তরুণ জীবনে আবার ফিরিয়ে নিবে। কারন স্পেন হল নবজীবনের শহর যেখানে দেখা মিলবে উত্তাল রোমাঞ্চকর সমুদ্র সৈকত, বন্যপ্রাণী , চমৎকার দ্বীপ ও প্রকৃতির রহস্যে ঘেরা নানা রঙ্গিন উদ্ভিদ। উপরন্তু, স্পেন হল একটি সমৃদ্ধ সাংস্কৃতিক এবং শিল্প নগরী তাই ঐতিহাসিক শহর হিসেবে ভ্রমন প্রেমীদের কাছে বেশ নাম আছে স্পেনের।
আরও পড়ুনঃ
❒ ঈদ আনন্দে ঢাকার আশেপাশের ২০ পর্যটনকেন্দ্রে ঘুরে আসতে পারেন
❒ মালদ্বীপ ভ্রমণে গিয়ে যেসব কাজ করলে বিপদে পড়বেন
❒ ২০২৫ সালে ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
❒ পৃথিবীর রহস্যময় এক স্থান যেখানে আজও কেউ পৌঁছাতে পারেনি
❒ চীনের বিস্ময়কর লাল সৈকত
❒ তুরস্কের প্রাকৃতিক সৌন্দর্য সব পর্যটকদেরই মুগ্ধ করে
যে বিষয়গুলো খেয়াল রাখবেন –
✪ যেকোনো ট্যুরের জন্য পূর্ব পরিকল্পনা করে নেওয়া সবচেয়ে দরকারি। কোথায় যাবেন, কিভাবে যাবেন, খরচের একটা আনুমানিক হিসাব এইসব বিষয়ে।
✪ দেশের বাইরে ঘুরতে যাওয়ার আগে পাসপোর্ট ও ভিসা বিষয়ক যাবতীয় বিষয়গুলো অবশ্যই পূর্বে ঠিকঠাক করে নিতে হবে।
✪ টিকেটের একটা জটিলতা সবসময়ই থাকে, তাই আগে থেকেই কিভাবে কিসে যাতায়াত করবেন তার একটা ব্যবস্থা করতে হবে ঘুরতে যাবার আগেই।
✪ একটা ফাস্ট এইড বক্স সাথে রাখবেন যেকোনো সময় কাজে লাগতে পারে।
✪ সর্বশেষে যেটা জরুরি, যেখানেই ভ্রমণ করুন না কেনো আপনার কারনে যাতে ট্যুরিস্ট স্পট গুলোর সৌন্দর্য নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন।
[আইসিটি ওয়ার্ড নিউজ সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান।]
✺ আপনার যাত্রা শুভ আর নিরাপদ হোক ✺ আইসিটি ওয়ার্ড নিউজ
❑ ভ্রমণ থেকে আরও পড়ুন
আরও পড়ুনঃ প্রাণিজগতের সান্নিধ্যে কাটিয়ে আসুন একদিন