আইসিটি ওয়ার্ড নিউজ ডেস্ক : আসছে টয়োটার নতুন ল্যান্ড ক্রুজার “২৫০” সিরিজ । ২০২৪ সালের প্রথমার্ধে জাপানে লঞ্চ হতে চলেছে টয়োটা ল্যান্ড ক্রুজার “250” সিরিজ। গাড়ি প্রেমিদের পছন্দের তালিকার শীর্ষে থাকা হেভি এস ইউ ভি সিরিজ ল্যান্ড ক্রুজারের সর্বশেষ সংস্করণ এটি। সম্প্রতি নতুন এই ল্যান্ড ক্রুজার গাড়িটি উন্মোচন করেছে জাপানিজ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা।
পাশাপাশি, জাপানের রাস্তায় দাপিয়ে বেড়ানো আরেকটি মডেল হেভি ডিউটি ল্যান্ড ক্রুজার “70” ফেরত আনার কথাও প্রকাশ করেছে কোম্পানিটি, যার ফলে দেশটিতে আবারও ল্যান্ড ক্রুজারের তিনটি সিরিজ উপলব্ধ হবে।
আরও পড়ুনঃ এ বছর ১০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্য ল্যাম্বরগিনির
১ আগস্ট ১৯৫১ সালে বিজে সিরিজ নামে প্রথম বাজারে আসে এই এসইউভিটি। পরবর্তিতে নাম পরিবর্তন করে এই সিরিজের নাম রাখা হয় ল্যান্ড ক্রুজার। আর এই ল্যান্ড ক্রুজার সিরিজটি ৭২ বছর ধরে টয়োটার জন্য এক গর্বিত ইতিহাস ধারণ করে আসছে।
টয়োটা তাদের নতুন এই ল্যান্ড ক্রুজারটিতে যুগের সাথে তাল মিলিয়ে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে। আধুনিক সব ফিচারের পাশাপাশি সাত আসনের এই গাড়িটিতে দেয়া হয়েছে ডাউন সাইজড হাইব্রিড পাওয়ার ট্রেইন। যার ফলে গাড়িটি দিবে আগের থেকে আরও ভালো পারফর্মেন্স এবং আরও ভালো ফুয়েল এফিসিয়েন্সি।
সূত্র: ইন্টারনেট
আরও পড়ুনঃ ইমিল্যাব ব্র্যান্ডের ৩ মডেলের স্মার্টওয়াচ এলো